ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বল হাতে ম্যাজিক দেখালেন সাইফউদ্দিন গড়লেন ইতিহাস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২০ ১৫:০০:১১
বল হাতে ম্যাজিক দেখালেন সাইফউদ্দিন গড়লেন ইতিহাস

১০তম বিসিএলের উদ্বোধনী দিনে শুরু হয়েছে দুটি ম্যাচ। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি মধ্যাঞ্চলের পাশাপাশি সাভারে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। টস জিতে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় উত্তরাঞ্চল।

ইনিংসের শুরুতেই উইকেট হারায় বিসিবি দক্ষিণাঞ্চল। সাইফউদ্দিনের বলে এলবিডব্লুর শিকার হন আনামুল হক বিজয়। সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ের শুরুটা হয় সেখান থেকে। পরের ওভারে জাকির হাসানকেও ফেরান সাইফ। এরপরই দলকে উইকেট এনে দেন তাসকিন।

ইনিংসে নিজের তৃতীয় উইকেটটি পান নাসিরকে ফিরিয়ে। বিজয়-জাকিরের মতো নাসিরকেও এলবিডব্লুর ফাঁদে ফেলেন সাইফউদ্দিন। নাসির আউট হন মাত্র চার রান করে। ৪৩ রানে চার উইকেটের পতনের পর হাল ধরেন তৌহিদ হৃদয় ও নাঈম শেখ।

৬৪ বলে অর্ধশতক পূর্ণ করেন নাঈম। অবশ্য তারপর আর ক্রিজে টিকতে পারেননি তিনি। শামীমের বলে ৬৬ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরেন তিনি। সেই সাথে হৃদয়ের সঙ্গে গড়া ৮৩ রানের জুটিও ভাঙে। নাঈম আউট হলেও দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যান তৌহিদ হৃদয়।

৬৬ রান করে শফিকুলের বলে আউট হন তিনি। মিরাজও বড় স্কোর করতে পারেননি। তিনি আউট হন ২৫ রানে। সাইফউদ্দিনের চতুর্থ উইকেটটি আসে জিয়াউরকে আউট করে। তাঁকে এলবির ফাঁদে ফেলেন তিনি। দলীয় ১৯১ রানে নাসুমকে আউট করে ইনিংসে পঞ্চম উইকেট তুলে নেন সাইফউদ্দিন।

তাঁর পাঁচ উইকেটে ১৯৯ রান তুলতে সক্ষম হয় বিসিবি দক্ষিণাঞ্চল। সাইফউদ্দিন বাদে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও শফিকুল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ