ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সৌদি আরবের বিপক্ষে জিতলেই বিশ্বরেকর্ড গড়বে আর্জেন্টিনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২২ ১৪:২৫:৩৯
সৌদি আরবের বিপক্ষে জিতলেই বিশ্বরেকর্ড গড়বে আর্জেন্টিনা

বিশ্বকাপের শিরোপা জেতার মিশনে ‘সি’ গ্রুপের ম্যাচে এশিয়ার দেশ সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের ম্যাচে সৌদির বিপক্ষে আজ জিতলেই শ্রেষ্ঠত্বে ভাগ বসাবে আর্জেন্টিনা। সৌদির বিপক্ষে মাঠে নামার আগে এখন পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে মেসিদের।

আরব দেশটির বিপক্ষে আজ জিতলেই কিংবা ড্রয়ে শেষ করতে পারলেই সংখ্যাটা পৌঁছে যাবে ৩৭-এ। আন্তর্জাতিক ফুটবলের জন্য যা রেকর্ডই বটে। এখন পর্যন্ত টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে শীর্ষে রয়েছে ইতালি। আর্জেন্টিনা আজ জিতলেই ইতালির সঙ্গে সেই শ্রেষ্ঠত্বে ভাগ বসাবে।

আর্জেন্টিনার এই অপরাজিত থাকার রেকর্ড শুরু হয়েছিল ২০১৯ সালের কোপা আমেরিকার মঞ্চ থেকে। ৬ জুলাই, ২০১৯ সালে কোপার মঞ্চে চিলিকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে যে মিশনে নেমেছিল লিওনেল স্কালোনির দল। সেই ধারা এখনও চলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ