ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মেসিকে ছাড়া একাদশ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২৭ ১৫:২০:০৯
মেসিকে ছাড়া একাদশ ঘোষণা

গোলবারের নিচে ‘কালো চিতা’ খ্যাত সাবেক সোভিয়েত ইউনিয়ন গোলরক্ষক লেভ ইয়াশিনকে সেরা মনে করেছেন শিয়েরার। সেন্টারব্যাক হিসেবে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংলিশ তারকা ববি মুর ও জার্মানির কিংবদন্তি বেকেনবাওয়ারকে বেছে নিয়েছেন তিনি। সর্বকালের সেরা ডিফেন্ডারদের ছোট তালিকা করলে সেখানে দুজন সন্দেহাতীতভাবেই থাকবেন।

ফুলব্যাক হিসেবে শিয়েরার বেছে নিয়েছেন দুই ব্রাজিলিয়ানকে। রাইকব্যাক পজিশনে তার পছন্দ রক্ষণ ও আক্রমণের সমান দক্ষতাসম্পন্ন কার্লোস আরবার্তো তোরেসকে। ১৯৭০ সালের বিশ্বকাপ ফাইনালে গোল করা এ ফুটবলার পেনাল্টি মাস্টার হিসেবে বিশ্বখ্যাত। লেফটব্যাক হিসেবে শিয়েরারের পছন্দ ব্রাজিলের ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা রবার্তো কার্লোসকে। রক্ষণ শামলে দ্রুত আক্রমণে যাওয়ার ক্ষমতাসম্পন্ন এ ফুলব্যাক আবার ফ্রি-কিক স্পেশালিস্ট।

মাঝমাঠের ডানদিকের জন্য শিয়েরার বেছে নিয়েছেন জার্মানির ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী লোথার ম্যাথিউসকে। মাঝে স্প্যানের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী ‘মিডফিল্ড জেনারেল’ খ্যাত জাভি হার্নান্দেজের ওপর আস্থা রেখেছেন অ্যালান শিয়েরার। বাঁদিকে ফ্রান্স কিংবদন্তি ও ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদানকে রাখা হয়েছে।

আক্রমণভাগের ডানদিকে আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী প্রয়াত তারকা ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত ম্যারাডোনাকে রেখেছেন শিয়েরার। একাদশে একমাত্র আর্জেন্টাইন ফুটবলার তিনি। বাঁদিকে অন্যতম বিশ্বসেরা ফুটবলার পেলেকে রেখেছেন। আক্রমণভাগের প্রাণকেন্দ্র সেন্টার ফরোয়ার্ড পজিশনে ব্রাজিলের হয়ে ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদোকে রেখেছেন অ্যালান শিয়েরার। ইংলিশ তারকার সর্বকালের সেরা তালিকার চতুর্থ ব্রাজিলিয়ান হিসেবে আছেন সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফুটবলার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ