ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এখনো শেষ ষোলোর আশা বেঁচে আছে জার্মানি, জেনেনিন কঠিন হিসাব নিকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২৮ ১১:৪৭:১৬
এখনো শেষ ষোলোর আশা বেঁচে আছে জার্মানি, জেনেনিন কঠিন হিসাব নিকাশ

এখন পর্যন্ত কাতার বিশ্বকাপের ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে জাপান, তাদের পয়েন্ট ৩। কোস্টারিকার পয়েন্টও ৩। গ্রুপের শেষে রয়েছে জার্মানি, দুই ম্যাচে তাদের পয়েন্ট ১।

আগামী ২ ডিসেম্বর রাতে কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামবে জার্মানি। সেখানে জিতলে মুলারদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে স্পেন যদি জাপানকে হারায়, তাহলে স্পেনের পয়েন্ট হবে ৭। এমনটা হলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় চলে যাবে জার্মানি।

হিসাব আরও আছে। জাপান যদি স্পেনকে হারায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৬। স্পেনের পয়েন্ট থাকবে ৪। আবার যদি স্পেন-জাপান ম্যাচ ড্র হয় তা হলে স্পেনের পয়েন্ট হবে ৫। জাপানের পয়েন্ট হবে ৪। এ দুই ক্ষেত্রে গোল পার্থক্যে দ্বিতীয় দল হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ থাকবে জার্মানির।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ