গেম চেঞ্জার হতে পারে ভারতের যেসব ক্রিকেটাররা

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদও প্রথম ম্যাচ মিস করছে। সব মিলিয়ে মহাগুরুত্বপূর্ণ ভারত সিরিজের আগে যেন কিছুটা অগোছালো টিম টাইগার্স। তবে ঘরের মাটিতে সিরিজ এবং ওয়ানডেতে টাইগাররা বেশ দুর্দান্ত একটি দল হওয়ায় ভালো কিছু আশা করাই যায়। তবে ম্যাচ যখন ভারতের বিপক্ষে তখন বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরী। ভারত দল একের পর এক ম্যাচ উইনার দ্বারা সজ্জিত।
তবে তারপরও এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে সক্ষম। তাই তাদের বিপক্ষে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে টাইগারদের। ভারতের তুরুপের অন্যতম তাস বিরাট কোহলি।২৬২ ওয়ানডেতে কোহলির গড় অবিশ্বাস্য ৫৭.১২, সেঞ্চুরি ৪৩ টি! এবং ফিফটি ৬৪ টি।
১২৩৪৪ রান নিজের নামের পাশে রেখেছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে এই ক্রিকেটার যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বাংলাদেশের বিপক্ষে ১২ ইনিংসে ৭৫.৫৫ গড়ে ৬৮০ রান করেছেন কোহলি। সেঞ্চুরি এবং ফিফটি তিনটি করে! টাইগারদের বিপক্ষে কোহলির ওয়ানডে ইনিংসগুলো যথাক্রমে: ৯১ ১০২,১১,১০০,৬৬,১৩৬,৩,১,২৩,২৫,৯৬ ও ২৬। অর্থাৎ বুঝাই যাচ্ছে বাংলাদেশ কোহলির অন্যতম প্রিয় প্রতিপক্ষ। টাইগারদের সামনে পেলেই যেন আগুনে ফর্মে চলে আসেন এই ক্রিকেটার।
অর্থাৎ ম্যাচে সুবিধা করতে হলে ভারতীয় এই গ্রেটকে দ্রুতই প্যাভিলিয়নের পথ দেখাতে হবে টাইগারদের। মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের দিকেও বিশেষ নজর রাখতে হবে টাইগারদের। ভারতীয় দলে এখনো নিজের জায়গা পাকা পোক্ত করতে পারেননি এই ক্রিকেটার। তবে অদূর ভবিষ্যতে যে ভারতের অন্যতম ক্রিকেটার হবেন তা বেশ আগে থেকেই বোঝা যাচ্ছে। নির্বাচকেরাও যথেষ্ট আস্থা রাখছেন এই ক্রিকেটারের উপর।
এখন পর্যন্ত খেলা ৩৬ টি ওয়ানডে ম্যাচে ৪৯.২৪ গড়ে! ১৪২৮ রান করেছেন এই ক্রিকেটার। ছোট্ট এই ক্যারিয়ারে ইতিমধ্যে ১৩টি ফিফটি এবং দুইটি সেঞ্চুরি করে ফেলেছেন। ভারতীয় দলের অন্যতম হাইলি রেটেড ক্রিকেটার রিশভ পান্ত। ভারতের ভবিষ্যৎ মনে করা হচ্ছে এই ক্রিকেটারকে। মুহূর্তের মধ্যেই ম্যাচের দৃশ্যপট বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে এই ক্রিকেটারের মধ্যে। মারকুটে ব্যাটিং এবং দুর্দান্ত উইকেট কিপিং এর জন্য পরিচিত পান্ত।
বর্তমানে টেস্টে পৃথিবীর সেরা কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন এই ক্রিকেটার। তবে সাদা বলের ক্রিকেটে বেশ অধারাবাহিক রিশভ পান্ত। নিজের দিনে যে কোনো কিছুই করতে পারেন এই ক্রিকেটার, তবে তার সেই দিনটি আসছে কালে ভদ্রে একবার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তেমন কোনো পারফরম্যান্স করতে পারেননি এই ক্রিকেটার।
তাই তার উপর চাপও থাকবে বেশি। তবে নিঃসন্দেহে ইম্প্যাক্টফুল ক্রিকেটার রিশভ পান্ত, তাই টাইগারদের পান্তের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভারতের বোলিং বিভাগের দুই তরুণ মোঃ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দরের প্রতি বাড়তি নজর রাখতে হবে টাইগারদের। দুই ক্রিকেটারই ওয়ানডে দলে সদ্য খেলা শুরু করেছে।
ফলে টাইগারদের হঠাৎই চমকে দিতে পারেন এই ক্রিকেটাররা। ভারতীয় ওপেনার কে এল রাহুল নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে এই ক্রিকেটার কতটা ইম্প্যাক্টফুল বাঙালিরা হয়তো বেশ ভালোভাবেই জানেন। ২০২২ বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছিলেন এই ক্রিকেটার।
এখন পর্যন্ত খেলা ৪৫ ওয়ানডেতে ৪৫ গড়ে ১৬৫৫ রান করেছেন এই ক্রিকেটার। নামের পাশে রয়েছে দশটি অর্ধশতক এবং পাঁচটি শতক। ফর্মে ফিরতে মারিয়া এই ক্রিকেটার বাংলাদেশকেই টার্গেট করবে। টাইগারদেরও সর্বোচ্চ চেষ্টাই করতে হবে যাতে অফ ফর্মেই থাকেন এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবেন দেখবেন লাইভ
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন