দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের বোলারদের পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

হাফ সেঞ্চুরি পেয়েছেন আরেক ব্যাটার জাকেরও। সৌরভ কুমারের বলে শর্ট থার্ডম্যানে ঠেলে দিয়ে এক রান নেন ডানহাতি এই ব্যাটার। তাতে ১২০ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন তিনি। হাফ সেঞ্চুরি পেয়ে ভারতীয় বোলারদের আক্রমণ করে বসেন তারা দুজন। জাকের চেয়ে বেশি আক্রমণাত্বক ব্যাটিং করেছেন দিপু।
জাকির-মিঠুনের বিদায়ে চাপে বাংলাদেশ ‘এ’ দল
দিনের প্রথম সেশনে ৩ উইকেটে ৮৩ রান তোলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ ‘এ’ দল। ৪ রান নিয়ে লাঞ্চে যাওয়া মোহাম্মদ মিঠুন আউট হয়েছেন ফেরার প্রথম বলেই। মুকেশের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে থাকা সরফরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মিঠুন। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে দারুণ ব্যাটিং করা জাকিরকেও আউট করেছেন মুকেশ।
ডানহাতি এই পেসারের বুক বরাবর লাফিয়ে উঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জাকির। আগের ম্যাচে ১৭৩ রানের ইনিংস খেলা জাকিরকে এদিন ফিরতে হয়েছে হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। বাঁহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন ৯ চারে ৪৬ রান করে।
ছক্কার পরই শেষ মুমিনুল
লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না মুমিনুল হক। এনসিএলের পর বিসিএলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। ভারত ‘এ’ দলের বিপক্ষেও নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি। প্রথম চারদিনের ম্যাচে ব্যর্থ হওয়ার পর এদিন খানিকটা ভালো শুরুর আভাস দিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। যদিও নিজের প্রথম বাউন্ডারির দেখা পেয়েছেন ১৮ নম্বর বলে।
জয়ন্ত যাদবের বলে ওয়াইড লং অন দিয়ে চার মারেন মুমিনুল। পরের ওভারে শেষ বলে সৌরভ কুমার দারুণ এক ডেলিভারিতে মিড উইকেট দিয়ে উড়িয়ে মেরে ছক্কা মেরেছেন তিনি। তবে ছক্কা মারার পরের বলেই আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। যদিও জয়ন্তর বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ১৫ রানে আউট হয়েছেন মুমিনুল।
আবারও ব্যর্থ জয়
সাদমানের বিদায়ের পর জাকির হাসানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন মাহমুদুল হাসান জয়। নবদীপ সাইনির বলে থার্ডম্যান দিয়ে চার মেরে বেশ ভালো শুরুর আভাসই দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। ডিপ পয়েন্ট দিয়ে মুকেশ কুমারকেও চার মেরেছেন তিনি। তবে সেটা অব্যাহত রাখতে পারেননি। বরং থিতু হয়ে উইকেট দিয়ে এসেছেন জয়। মুকেশের বলে উইকেটকিপার কেএস ভরতের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৫ বলে ১২ রান করা এই ব্যাটার। তাতে এই সিরিজে আরও একবার ব্যর্থ হলেন তিনি। প্রথম চারদিনের ম্যাচে দুই ইনিংসে মিলে করেছিলেন ২২ রান।
শুরুতেই ফিরলেন সাদমান
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিংয়ে নেমে সকালের শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারে উমেশ যাদবের দুর্দান্ত এক ডেলিভারিতে সেকেন্ড স্লিপে থাকা সরফরাজ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম। বাঁহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন মাত্র ৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল- ২২৩/৫ (৭১ ওভার) (সাদমান ৪, জাকির ৪৬, জয় ১২, মুমিনুল ১৫, মিঠুন ৪, দিপু ৮০*, জাকের ৫৮*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি