ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ভারতের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১০ ২০:১১:০৪
ভারতের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক লিটন

কোহলির সঙ্গে ২৯০ রানের জুটি গড়ার পথেই কেরিয়ারের সেঞ্চুরি প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান ইশান কিষাণ। এই ম্যাচের আগে সেঞ্চুরিও ছিল না তার। সর্বোচ্চ খেলেছেন ৯৩ রানের ইনিংস। এ দিন অবশ্য সব টপকে সেঞ্চুরির আগেই পেয়ে গেলেন ডাবল সেঞ্চুরি। ইশান কিষাণ ১৩১ বল মোকাবিলা করে ২৪টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ২১০ রান করে ফেরেন ইশান। ৯১ বলে ১১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৩ রান করেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইশান কিষাণ ও কোহলির সেঞ্চুরির ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ ওভারে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সাকিব। এছাড়া ২৯ রান করেন অধিনায়ক লিটন। ২৫ রান করেন মোহাম্মদ ইয়াসির আলী। ২০ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ দিন ম্যাচ হারার পর লিটন দাস বলেন, ” ঈশান ও বিরাট যেভাবে ব্যাটিং করেছে, তাতে আমাদের তার মূল্য দিতে হয়েছে। ঈশান যেভাবে ব্যাটিং করেছে, তার জন্য ‘হ্যাটস অফ’।”

এ দিন লিটন আরও যোগ করেন, “আমাদের বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে ভারতকে আটকে রাখার। কিন্তু এই উইকেটে আউট হওয়ার কোন উপায় ছিল না। আমরা যদি ৩৩০-৩৪০ তাড়া করতাম তবে এটি একটি অন্যরকের খেলা দেখা যেত। আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং আমাদের আত্মবিশ্বাসকে সাহায্য করবে। ভারতের মতো দলের বিরুদ্ধে এই জয় বিশাল একটা প্রাপ্তি। কোন সন্দেহ নেই এটা আমাদের দলের জন্য অবশ্যই একটা ভালো দিক।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ