ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সুযোগ না পেয়ে অশ্রুভেজা নয়নে কিংবদন্তির বিদায়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১১ ০৯:৫৫:৩৬
সুযোগ না পেয়ে অশ্রুভেজা নয়নে কিংবদন্তির বিদায়

২০২২ সালটাই রোনালদোর জন্য অপয়া। জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাকে। উপেক্ষিত ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। সুযোগ পেতেন না সেরা একাদশে। কোচ এবং ক্লাব কর্তাদের সম্পর্কে কথা বলে হারিয়েছেন ম্যানইউর জায়গা। ২০১৬ সালে পর্তুগালকে এনে দিয়েছিলেন ইতিহাসের একমাত্র বৈশ্বিক শিরোপা ইউরো কাপ। সেই পর্তুগাল দলের একাদশেও হারান জায়গা। কিংবদন্তি ফুটবলারের ক্যারিয়ারের শেষটা আরও সুন্দর হতে পারত।

দেশকে বিশ্বকাপ শিরোপাটা এনে দিতে না পারলেও পর্তুগালের জার্সিতে রোনালদোর অর্জন কম নয়। ২০০৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। ২০০৪ সালের ইউরোর ফাইনাল খেলে পর্তুগাল। সেবার গ্রীসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। অশ্রুসিক্ত ১৮ বছরের রোনালদো সেদিন না পারলেও, ২০১৬ সালে দেশকে জেতান ইউরো শিরোপা।

পাঁচ বিশ্বকাপে ২০ ম্যাচে ৮ গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। শিরোপার স্বপ্ন নিয়ে এসে বিদায় নিলেন খালি হাতে। মরক্কোর কাছে ১-০ গোলে হেরে শেষ আট থেকে বিদায় নিলো পর্তুগাল।

দলটির সোনালি প্রজন্মের শেষ সদস্যও কাঁদতে কাঁদতে বিদায় নিলেন বিশ্বকাপের মঞ্চ থেকে। রোনালদোর কান্না ছুঁয়ে গেছে সকলকেই। বিদায় বেলায় হয় তো বলেছেন, সুযোগের অভাবে রাঙানো হলো না শেষটা। বিদায় কিংবদন্তি, বিদায় রোনালদো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ