ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

'মেসিরা টাকার জন্য খেলে না, দেশ ও মানুষের জন্য খেলে'

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৩ ১৫:৩১:৪৯
'মেসিরা টাকার জন্য খেলে না, দেশ ও মানুষের জন্য খেলে'

১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনার জাদুতে সর্বশেষ বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার সামনে আরও একটি দারুণ সুযোগ। আজ রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই তারা চলে যাবে ফাইনালে।

২০১৪ সালে ফাইনালে গিয়েও শিরোপা পানানি মেসি।

এবার তারা একজোট। কিন্তু কীভাবে দলের সবাইকে একই সুঁতায় গাঁথা সম্ভব? সেমিফাইনালের আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, 'ফুটবলাররা দেশের মানুষের জন্য খেলে, পরিবারের জন্য জন্য খেলে। টাকার জন্য নয়, তারা খেলে সম্মানের জন্য। আমরা জানি, আর্জেন্টাইনরা কতটা কষ্ট করে। আশা করছি, তাদের কিছুটা আনন্দের উপলক্ষ এনে দিতে পারব। '

গত রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর ২০১৯ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। তখন থেকেই আর্জেন্টিনার নতুন পথচলার শুরু। ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে তারা বিশ্বকাপ খেলতে এসেছে। সর্বশেষ কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই দলকে নিয়ে শিরোপার প্রত্যাশা করাই যায়। স্কালোনি আরও বলেছেন, 'বিশ্বকাপ জেতা পারিপার্শ্বিক অনেক কিছুর ওপর নির্ভর করে। কিন্তু আমরা নিজেদের সর্বোচ্চটা উজার করে দেব। '

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ