ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বর্ষসেরা পুরস্কার প্রদানের তারিখ প্রকাশ করলো ফিফা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৪ ১৫:৫০:০৬
বর্ষসেরা পুরস্কার প্রদানের তারিখ প্রকাশ করলো ফিফা

এই অনুষ্ঠানটি ফিফা ‘দ্য বেস্ট’ ফুটবল অ্যাওয়ার্ড নামে পরিচিত। এবার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার প্রদানের তারিখ প্রকাশ করেছে ফিফা। ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জুরিখ শহরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হবে।

বরাবরের মত এবারও ফিফা মোট ১১টি ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার প্রদান করবে। চূড়ান্ত মনোনীত নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে। আগামী ১২ জানুয়ারি, ২০২৩ থেকে ফিফার ওয়েবসাইটে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিজয়ী বাছাইয়ে ভোটিং কার্যক্রম শুরু হবে।

২০২২ সালের বর্ষসেরা পুরস্কারের জন্য গত ৮ আগস্ট ২০২১ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ফুটবলার ও কোচদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যেখানে সেরা ফুটবল সমর্থকের পুরস্কারও দেওয়া হবে একটি দেশের হাতে।

সবশেষ ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছিলেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভানদোভস্কি এবং নারী ক্যাটাগরিতে স্পেন ও বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস।

উল্লেখ্য, ২০১৭ সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে যায় ফিফা। এরপর থেকে প্রতিবছর ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ঘোষণা করে আসছে সংস্থাটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ