ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কাতার বিশ্বকাপঃ যে দলের সমর্থন করবে ভারতীয় ক্রিকেটাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৮ ১৫:২৩:৪৩
কাতার বিশ্বকাপঃ যে দলের সমর্থন করবে ভারতীয় ক্রিকেটাররা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে সবার ভেতর উন্মাদনা কাজ করছে। ভারত দলের অবস্থা জানতে চাইলে রাহুল বলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমিসহ বেশিরভাগ খেলোয়াড় যেসব দল সমর্থন করেছিলাম, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে।’

ভারত দলে কারা সত্যিকারের আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের সমর্থক জানেন না রাহুল, ‘আমি জানি না, কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’

তবে ম্যাচ দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাওয়া-দাওয়া থাকবে, আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচ দিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন, আমরা ওয়ার্মআপে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’

রাহুল যোগ করেন, ‘সবাই আজ অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা কিছুটা বিভক্ত থাকব দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ