ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বক্সিং ডে টেস্টে থাকছেন শেন ওয়ার্ন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২০ ১১:৫০:৪৩
বক্সিং ডে টেস্টে থাকছেন শেন ওয়ার্ন

ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময়ে ফ্লপি হ্যাট পড়তে দেখা যাবে দুই দলের ক্রিকেটারদের। এই ধরনের ফ্লপি হ্যাট মাথায় নিয়ে নিজের খেলোয়াড়ি জীবন মাতিয়েছেন ওয়ার্ন।

এ কারণেই উদযাপনের সময় ফ্লপি হ্যাট পরিধান করবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। ৫২ বছর বয়সে প্রয়াত হওয়া ওয়ার্নের টেস্ট ক্যাপ নাম্বার ছিল ৩৫০।

ঠিক ৩.৫০ মিনিটে এমসিজির জায়ান্ট স্ক্রিনে ভেসে আসবে ওয়ার্নকে নিয়ে বানানো একটি ভিডিও। শুধু এটাই নয়, মাঠের স্কয়ার অব দ্যা উইকেটে প্রিন্ট করা থাকবে '৩৫০'।

এই মাঠে অসাধারণ সব কীর্তি আছেন ওয়ার্নের। ১৯৯৪ সালের অ্যাশেজে এই মাঠেই হ্যাটট্রিক করেছিলেন কিংবদন্তি এই স্পিনার। এর ১২ বছর পর নিজের ৭০০তম টেস্ট উইকেটটিও এই মাঠে নেন ওয়ার্ন।

গত মার্চে ওয়ার্নকে বিদায় জানানো হয়েছিল এই এমসিজিতেই। তাকে চিরবিদায় জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিল ৫০ হাজার মানুষ। গত সপ্তাহে ওয়ার্নের বিগ ব্যাশ দল মেলবোর্ন স্টার্সও এই মাঠে ম্যাচ চলাকালে তাকে সম্মান জানিয়েছিল। গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওয়ার্ন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ