ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাকিবের এক স্পেলে থেমে গেল ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৩ ১৯:৪৬:১৬
সাকিবের এক স্পেলে থেমে গেল ভারত

টাইগারদের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন দাসও প্রথম দফায় অবিক্রিতই আছেন। আইপিএলে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আরও পড়ুন: আইপিএলে মূল্যের রেকর্ড গড়ে পাঞ্জাবে স্যাম কারেন

এবারের আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে দলগুলো এবার সব মিলিয়ে ৮৭ জন ক্রিকেটার কিনতে পারেন, এরমধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার ডাক পাবেন।

আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের দুজন বাদ পড়েন।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস, পেসার তাসকিন আহমেদ ও মারকুটে ব্যাটার আফিফ হোসেন। আর সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। সাকিব ছাড়া বাকি তিনজনের ভিত্তিমূল ৫০ লাখ রুপি। আর ৫০ লাখ কমিয়ে সাকিবের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি। আরও পড়ুন: আইপিএলে দল পাননি সাকিব-লিটন আরও পড়ুন: সাকিবের এক স্পেলে থেমে গেল ভারত

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ