ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাকবিতর্কে জড়ানো সেই মিরাজকে যে বিশেষ উপহার দিল কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৫ ১৬:০২:৩৫
বাকবিতর্কে জড়ানো সেই মিরাজকে যে বিশেষ উপহার দিল কোহলি

কোহলির কাছে এই জার্সি চেয়েছিলেন মিরাজ ওয়ানডে সিরিজের সময়। অবশেষে তিনি তা পেলেন টেস্ট সিরিজের পর। আর সেটা কোহলির ওয়ানডে জার্সি। তাতে কোহলির ইংরেজিতে লেখা অটোগ্রাফ। বাংলায় করলে দাঁড়ায়, ‘শুভ কামনা মেহেদী।’

জার্সি দেয়ার সময় নাকি মজাও করেছিলেন কোহলি। মিরপুর টেস্টের তৃতীয় দিনের শেষ বেলায় মিরাজের বলে আউট হয়েছিলেন কোহলি। জার্সি দেয়ার সময় মিরাজকে কোহলি বলেন, ‘মেহেদি, আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস…!’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ