ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনার ইঙ্গিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৫ ২১:০৮:৫৭
জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনার ইঙ্গিত

কাউকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ টিম , এইচপি কিংবা একাডেমির কোচ করা হবে কিনা? তাও পরিষ্কার করেননি জালাল ইউনুস। তবে তিনি বলেন, ‘আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক। আমরা চেষ্টা করছি।’

আজ রোববার ঢাকা টেস্ট শেষে জালাল আরও বলেন, ‘বিসিবি এমন কাউকে দায়িত্ব দিতে আগ্রহী, যিনি বা যার দলের ওপর এবং ক্রিকেটারদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।’

তিনি বলেন, ‘আমরা একটা শক্তিশালী দল চাই। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে খেলছি খেলার মতো, নিচের সারির দলের সাথে জিতে খুশি হচ্ছি, এমন না। আজ যেমন ভারতের সাথে, খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই আমাদের এমন কোচ দরকার, টিমের ওপর ইমপ্যাক্ট থাকে, টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’

এদিকে ভেতরের খবর, জেমি সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ দল ও হাই পারফরম্যান্সে নিয়ে যাওয়া হতে পারে। আবার এমন খবরও আছে, জেমি এবার আর কাজটা উপভোগ করছেন না। তিনিও নিজেও চলে যেতে পারেন। মানে শুধু জাতীয় দল নয়, বাংলাদেশেই কাজ নাও করতে পারেন।

ভারতের বিপক্ষে টেস্ট জেতা অনেক কঠিন, বিষয়টি মনে করিয়ে দিয়ে বিসিবির এ সিনিয়র পরিচালক আরও বলেন, ‘ভারতকে টেস্টে হারানো খুব কঠিন। তবে বাংলাদেশ প্রাণপন লড়াই করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। ভারতীয়রা এ কন্ডিশন খুব ভালো জানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে তুলনা করলে ভারত আরও কঠিন। তবে কাছে এসে গিয়েছিলাম। এমনকি চট্টগ্রামেও, আরও কিছু রান যদি থাকত, জিতেও যেতে পারতাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ