ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাকিব নাকি ভিসা যাকে সেরা একাদশে রাখবে কলকাতা নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৬ ১০:৫৫:৫৪
সাকিব নাকি ভিসা যাকে সেরা একাদশে রাখবে কলকাতা নাইট রাইডার্স

২০২৩ সালে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আগে ভারতে স্পোর্টিং উইকেট গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এবারের আইপিএলেও যে তাই স্পোর্টিং উইকেট দেখা যাবে, তা আলাদা করে না বললেও চলে। আইপিএলের নিলাম থেকে বিদেশি অলরাউন্ডার কেনা হয়েছে ১০ জন। এর মধ্যে স্পিন বোলিং অলরাউন্ডার মাত্র ২ জন- সাকিব আল হাসান ও সিকান্দার রাজা। আর বাকি ৮ জনই পেস বোলিং অলরাউন্ডার। সেই ৮ জনের একজন ডেভিড ভিসা।

কলকাতার একাদশে তাই দুজনের বেশি স্পিনার রাখার সম্ভাবনা একেবারেই নেই। সুনীল নারাইনের মতো বরুণ চক্রবর্তীর একাদশে জায়গা আবার পাকা। তাই সাকিবকে খেলানোর চেয়ে কলকাতা হাত বাড়াতে পারে নামিবিয়ার দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ভিসার দিকে। এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ভিসার ফর্মও। দুই বছরে দুটি বিশ্বকাপে নামিবিয়ার হয়ে ছড়িয়েছেন আলো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেমন বল হাতে, তেমনি ব্যাট হাতেও দেখাচ্ছেন দাপট। খুব দ্রুত গতিতে দলকে রান এনে দিতে পারেন তিনি। তারচেয়েও বড় কথা- আন্দ্রে রাসেল বুড়িয়ে গেলেও তাকে যেহেতু একাদশ থেকে বাদ দেওয়ার সুযোগ নেই, কলকাতা তাই ডেভিড ভিসার পুরোটাই আদায় করে নিতে চাইবে।

সেক্ষেত্রে কলকাতার সেরা একাদশ সাজাতে গেলে তিনটি স্পট নিচ্ছেন ডেভিড ভিসা, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। জায়গা খালি আছে আর একটি, বিবেচনায় আছেন মোট ৪ জন। লিটন দাস ও রহমানউল্লাহ গুরবাজ থেকে যেকোনো একজন যদি সুযোগ পান, তাহলে আবার লকি ফার্গুসন ও টিম সাউদি থেকে একজনকে নেওয়া যাচ্ছে না। তাই কিছু কিছু ম্যাচে এমনও হতে পারে, সাকিব বা ভিসা কাউকে না খেলিয়ে লিটন, গুরবাজ ও ফার্গুসন, সাউদি থেকে বেছে নেওয়া হবে যেকোনো ২ জন।

তবে সাকিবের যে ভিসার চেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ নেই, এমন কিন্তু নয়। কলকাতার তুরুপের তাস সুনীল নারাইন যদি ফর্ম বা চোটের কারণে বিবেচনায় না থাকেন, তাহলে সেই জায়গা সাকিবই নেবেন। যদিও কলকাতার জার্সিতে বরাবরই দুর্দান্ত পারফর্ম করেন নারাইন। আর এ কারণে কলকাতায় বিগত দিনগুলোতেও সাকিবকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে এই ক্যারিবীয় অলরাউন্ডারের সাথে। রাসেল যদি একাদশ থেকে কোনো কারণে বাদ পড়েন, তাহলে দল পেসে শক্তি বাড়িয়ে রাসেলের জায়গায় ভিসাকেই সুযোগ দিতে পারে। সব মিলিয়ে এবারের আইপিএলে সাকিবের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, এ নিয়ে কোনো সংশয় নেই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ