ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রোনালদো, ‘সৌদি আরব’কে বানিয়ে ফেললেন ‘দক্ষিণ আফ্রিকা’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৪ ১৬:৩৬:৪৫
রোনালদো, ‘সৌদি আরব’কে বানিয়ে ফেললেন ‘দক্ষিণ আফ্রিকা’

সৌদি আরবের লিগের প্রশংসা করতে গিয়ে পাঁচবারেরর ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, ‘অনেকেই অনেক কথা বলে, কিন্তু তারা ফুটবলের কিছুই জানে না। গত ১০-১৫ বছরে ফুটবল বদলে গিয়েছে। এখন সব দলই প্রস্তুত থাকে। বিশ্বকাপে সৌদির পারফরম্যান্সই এর প্রমাণ। উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়া, আফ্রিকার দলগুলো, কোস্টারিকার কথা বলা যায়। এখন ম্যাচ জেতা সহজ না। কারণ সব দলই প্রস্তুতি নিয়ে আসে। এখন ফুটবল বদলে গিয়েছে। ’

এরপরই ভুলটি করেন রোনালদো, ‘আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। সত্যি বলতে, লোকে কী বলল তা নিয়ে আমি মোটেও ভাবি না। ’

সংবাদ সম্মেলনে রোনালদো আরো জানান, ‘ইউরোপে আমার অনেক সুযোগ ছিল। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও এমনকি পর্তুগালের অনেক ক্লাব আমার ব্যাপারে আগ্রহী ছিল। তবে আমি এই ক্লাবকে বেছে নিয়েছি। কারণ আমি বিশ্বের এই অঞ্চলের ফুটবলের উন্নতি চাই। আমার অভিজ্ঞতা কাজ লাগিয়ে এখানের ফুটবলের উন্নতি করতে চাই। সঙ্গে নারীদের ফুটবলের উন্নতিতে সকলের দৃষ্টিভঙ্গি বদলে দিতে চাই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ