ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

খাজার সেঞ্চুরি, ব্রাডম্যানকে টপকে স্মিথের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৫ ১৪:৪৪:১৯
খাজার সেঞ্চুরি, ব্রাডম্যানকে টপকে স্মিথের বিশ্বরেকর্ড

তিন অঙ্ক স্পর্শ করেন স্মিথও। ১৯৫ বলে শতক হাঁকান তিনি। এটি স্মিথের টেস্ট ক্যারিয়ারের ৩০ শতক। ইনিংসের সেরা ব্যাটার স্যার ডন ব্রাডম্যান হাঁকিয়েছিলেন ২৯টি শতক। অর্থাৎ আজকের এই শতকের মাধ্যমে এই তালিকায় ব্রাডম্যানকে টপকে গেছেন স্মিথ।

শতক হাঁকানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি স্মিথ। ১০৪ রানে থামেন তিনি। কেশব মহারাজের বলে তার হাতেই ক্যাচ দেন স্মিথ। ১৯২টি বল মোকাবেল করেন তিনি। এই ডানহাতি ব্যাটারের উইলো থেকে আসে ১১টি চার ও ২টি ছক্কা।

স্মিথের বিদায়ের পর নামেন ট্রেভিস হেড। তিনি নেমেই বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। ৪৭ বলে ৫০ রান পূর্ণ করার পর হেড আরো আগ্রাসী হয়ে ওঠেন। অবশেষে তার আগ্রাসী ইনিংসের লাগাম টেনে ধরেন কাগিসো রাবাদা। ক্যাচ আউট হওয়ার আগে ৫৯ বলে ৭০ রান করেন হেড। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও একটি ছক্কায়।

হেড ফেরার পর ব্যাট করতে নামেন রেনশ। প্রায় পাঁচ বছর পর সাদা পোশাকে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট করতে নামলেন তিনি। অথচ ম্যাচের দিন সকালে তিনি কোভিড পজিটিভ শনাক্ত হয়েছিলেন।

প্রথম দিনের মতো আজও হানা দেয় বৃষ্টি। ফলে আগেভাগেই দিনের খেলা শেষ হয়ে যায়। দিন শেষে দ্বিশতকের পথে আছেন খাজা। তার সংগ্রহ ১৯৫ রান। খেলেছেন ৩৬৮টি বল। ১৯টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ