‘বাস্তবতা জানা থাকলে সাকিব এসব বলত না’

টুর্নামেন্ট শুরুর আগেও কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি গভর্নিং কাউন্সিল। সাংবাদিকদের নানা বিষয়ে জানার আগ্রহ থাকলেও সেটি না হওয়া ছিল অপ্রত্যাশিত। তবে গতকাল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণার অনুষ্ঠান শেষে বিসিবির প্রধান নির্বাহী ও গভর্নিং কাউন্সিলের সদস্য নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকর্মীদের কাজ খানিকটা সহজ করে দিয়েছেন। বুধবার বিসিবির বিপিএল নিয়ে সাকিব আল হাসানের তির্যক সব কথার প্রসঙ্গও ঠাঁই পেয়েছে সে সময়। বলেছেন নিজেদের নানা সীমাবদ্ধতার কথা।
সর্বশেষ বিপিএলেও নানা সীমাবদ্ধতার কথা বলেছিল বিসিবি। ছিল না ডিআরএস ও আধুনিক প্রযুক্তির ব্যবহার। এবার নবম আসরেও তা বহাল। এভাবে বিপিএল আয়োজনের উদ্দেশ্য জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আয়-রোজগার ও খেলোয়াড়দের উন্নতি। স্থানীয় যাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি, দেশ বিদেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার পাশাপাশি তাদের খেলার সুযোগ পায়।’
আম্পায়ারিং বিতর্কমুক্ত রাখতে ডিআরএস পদ্ধতির বিকল্প নেই। অথচ টুর্নামেন্টের প্লে অফের আগে সে প্রযুক্তি পাচ্ছে না বিসিবি। না পাওয়ার ব্যাখ্যা হিসেবে নিজামউদ্দিন বলেছেন, ‘দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাক্টশন টিম বিষয়টি জানিয়েছিল। এরপর আমরা ডিআরএস আনার সর্বাত্মক চেষ্টা করেছি। একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ চলছে, কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই ডিআরএস আনা সম্ভব হয়নি।
বিপিএলের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে আমিরাত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দুই টুর্নামেন্টেই থাকবে ডিআরএস সিস্টেম। প্রত্যেক ম্যাচে এ প্রযুক্তির পেছনে ব্যয় ১৬-১৮ লাখ টাকার মতো। যদিও তাতে কোনো সমস্যা দেখছে না বিসিবি। প্রধান নির্বাহীর কথা, ‘আমাদের প্রোডাক্টশন যারা করছে, তারা সেটা আনতে পারেনি। আমরা তা জানার পর নিজেরাই যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট লোকবল নেই। ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র এখানে পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই। কারণ হচ্ছে ম্যানপাওয়ার।’
শুধু ডিআরএসই নয়, ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনিশ্চয়তা, খেলোয়াড়দের অনুশীলন সুবিধাসহ নানা অনিয়মের কথা শোনা যাচ্ছে। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানও সেসব নিয়ে সমালোচনা করেছেন। সাকিব এসব সীমাবদ্ধতার কথা জানলে হয়ত এসব কথা বলতেন না বলে মনে করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন, ‘আমি জানি না, তিনি (সাকিব) কোন প্রেক্ষাপটে কথাগুলো বলেছেন, কতটুকু তথ্যই বা তার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতার কথা জানলে হয়ত এসব কথা তিনি বলতেন না বলেই আমার বিশ্বাস।’ এত কিছুর পরও আজ শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। আর বিপিএল নিয়ে বিসিবির প্রাপ্তি এখনই নয় আসর শেষেই তা বলতে চান নিজামউদ্দিন চৌধুরী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি