ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরফরাজের জন্য মুশফিকের বার্তা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৯ ১০:৩৭:৪৯
সরফরাজের জন্য মুশফিকের বার্তা

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সরফরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘মা শা আল্লাহ। আপনাকে আবার অ্যাকশনে এবং রান স্কোর করতে দেখে খুশি হলাম ভাই। এগিয়ে যান।’

বাংলাদেশের তারকা ব্যাটার থেকে এমন শুভেচ্ছা পেয়ে অবশ্য তার উত্তরও দিয়েছেন সরফরাজ। প্রতিউত্তরে তিনি লিখেছেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া। ভাই ধন্যবাদ।’

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করেন সরফরাজ। করাচি টেস্টের দুই ইনিংসে এক সেঞ্চুরি এবং ফিফটিতে তিনি করেছিলেন ১৯৬ রান।

দুই ম্যাচের সিরিজে সরফরাজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট হাতে এবং উইকেটের পেছনে সবমিলিয়ে মোট ৪৩ ঘণ্টা ৩৩ মিনিট মাঠে কাটিয়েছেন। ম্যাচ সেরার পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চার ইনিংসে তিন ফিফটির সাথে এক সেঞ্চুরিতে ৮৩.৭৫ গড়ে তিনি রান করেছেন ৩৩৫। একইসঙ্গে হয়েছেন সিরিজ সেরাও।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ