ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নেইমারের পিএসজি ছাড়া নিয়ে সরাসরি যা বললেন তার বাবা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৪ ১২:৫৫:২৪
নেইমারের পিএসজি ছাড়া নিয়ে সরাসরি যা বললেন তার বাবা

সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোতে যোগ দিয়েছেন গারসন। সেখানেই তার বাবা মার্কাওয়ের সঙ্গে আলাপকালে পিএসজি তারকা ফুটবলারের ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন নেইমারের বাবা। তিনি সরাসরি কিছু না জানালেও ইঙ্গিত দেন ক্লাব বদল করতেও পারেন নেইমার।

মার্কাওয়ের নেইমার সিনিয়রের কাছে জানতে চান, গারসনের সঙ্গে নেইমার খেলবেন কি না? এমন প্রশ্নের জবাবে নেইমারের বাবা বলেন, ‘সে (নেইমার জুনিয়র) গারসনের সঙ্গে ফ্লামেঙ্গোতে খেলবে? এটা হয়তো সম্ভব, হ্যাঁ সম্ভব। তবে এটা শুধু ব্রাজিলের জাতীয় দলেই সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। নেইমার পিএসজির সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করেছে। যা ২০২৭ পর্যন্ত থাকছে। সে সবেমাত্র চুক্তি নবায়ন করেছে ফলে এটা এখন বলা কঠিন।’

সম্প্রতি কোপা লিবার্তোদোরেস জেতা ফ্লামেঙ্গো নিজেদের লাতিন আমেরিকার সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করছে। আপাতত পিএসজির সঙ্গে লম্বা চুক্তি থাকায় নেইমারের দলবদলের সম্ভাবনা কম, তবে চুক্তির মেয়াদ শেষ হলে ঘরের ক্লাবে হয়তো আবারও আসতে পারেন তিনি।

এদিকে নেইমারকে আগামী মৌসুমে ছেড়ে দেওয়ার কথা ভাবছে পিএসজি। এরই মধ্যে ইংলিশ ক্লাব চেলসি, নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো দল এই তারকাকে পেতে আগ্রহী। কিন্তু নেইমার পিএসজি ছেড়ে যাবে কিনা সেটার জন্য অন্তত মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্ত সমর্থকদের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ