ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বরিশাল নয় কুমিল্লাকে হারালো আম্পায়ার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৪ ১৮:২১:৪৬
বরিশাল নয় কুমিল্লাকে হারালো আম্পায়ার

দু’জন মিলে শুরুটা ভালোও করেছিলেন। তবে দলীয় ৪২ রানেই থামে এই জুটি। কামরুল রাব্বির বলে ১১ বলে ১৮ রান আউট হন রিজওয়ান। প্রথম দুই দিন লিটনের ব্যাট নিস্প্রভ থাকলেও এদিন জ্বলে উঠেছিল। তবে করিম জান্নাতের দুর্দান্ত থ্রোতে লিটনকে থামতে হয় ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলে।

কুমিল্লা দলপতি ইমরুলও কিছুটা আশা দেখাচ্ছিলেন। তবে দলীয় ৮২ রানে ডি সিলভার বলে আউট হয়ে সাজঘরে যেতে হয় তাঁকে। তিনি খেলেন ১৫ বলে ২৮ রানের ইনিংস। পারেননি ওয়ালটনও। ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর পর বল হাতে তাঁকে ফেরান সাকিব।

তবে তার পরের উইকেটটি বিতর্কিতই বলা যায়। ইফতেখার বলটি জাকেরের পায়ে লাগলে আবেদন করা হয়। রিভিউও নেওয়া হয়। তবে রিভিউতে দেখা যায় ইমপ্যাক্ট পিচের বাইরে ছিল। তারপরও আউটের সিদ্ধান্ত আসে থার্ড আম্পায়ার থেকে।

১০০ রানে পাঁচ উইকেট পড়ার ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় কুমিল্লা। খুশদিল ও মোসাদ্দেক মিলে দলকে জেতানোর চেষ্টা করে যান। তাঁদের প্রচেষ্টায় শেষ দুই ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৩১ রান।

১৯তম ওভার থেকে মাত্র ৭ রান নিতে পারে কুমিল্লা। শেষ ওভারে ২৪ রানের প্রয়োজন হলে মাত্র ১১ রান নিতে সক্ষম হয় কুমিল্লা। ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন খুশদিল। বরিশালের হয়ে একটি করেই উইকেট পেয়েছেন সাকিব, চতুরাঙ্গা, কামরুল, ইফতেখার ও করিম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ