ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শাস্তি পেয়ে অবিশ্বাস্য রিয়াকশন দিলেন দেশ সেরা কোচ সালাউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৬ ১২:৩৪:৪৪
শাস্তি পেয়ে অবিশ্বাস্য রিয়াকশন দিলেন দেশ সেরা কোচ সালাউদ্দিন

এর আগে জাকের আলী অনিকের বিতর্কিত আউটের সিদ্ধান্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, ‘মাঠে চিল্লাচিল্লি করলে সাসপেন্ড করে দেবে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমাদের হাত-পা বাঁধা।’

এ ছাড়া বিপিএলের এডিআরএস নিয়ে সালাউদ্দিন বলেছিলেন, ‘এটা নিয়ে তো বিতর্ক চলছেই। আমি শুরুতেই বলেছিলাম একটা-দুটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। সিদ্ধান্তগুলো আরেকটু চিন্তাভাবনা করে দেয়, তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই।’

এতেই শাস্তির খড়্গ নেমে এলো সালাউদ্দিনের ওপর। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমে অনুপযুক্ত মন্তব্য করায় কুমিল্লার কোচকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয় তাকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ