ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

টানা পাঁচ জয়ে প্লে অফের পথে সিলেট, দেখেনিন বিপিএলে সর্বশেষ পয়েন্ট টেবিল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৬ ২০:০৮:০৯
টানা পাঁচ জয়ে প্লে অফের পথে সিলেট, দেখেনিন বিপিএলে সর্বশেষ পয়েন্ট টেবিল

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১২৮ রান করে ঢাকা। জবাবে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সিলেট। উইকেট হারাতে হয় ৫টি।

সিলেটের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার মোহাম্মদ হ্যারিস। ৩২ বলের ইনিংসে তিনি হাঁকান পাঁচটি চার ও দুই ছক্কা। অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত করেন ১২ রান। জাকির হাসান (১) ব্যর্থ হলেও মুশফিকের ব্যাটে আসে ২৭ রান। শেষের দিকে থিসারা পেরেরা (২১) ও আকবর আলীর (১০) অবিচ্ছিন্ন জুটিতে সিলেট পায় দারুণ জয়।

বল হাতে ঢাকার হয়ে নাসির হোসেন দুটি, আরাফাত সানি ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাসির হোসেন। এ ছাড়া উসমান ঘানি ২৭, আরিফুল হক ২০, মুনাভিরা ১৭, মোহাম্মদ মিঠুন ১৫ রান করেন। বল হাতে সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমাদ ওয়াসিম। রুবেল, আমির ও নাজমুল নেন একটি করে উইকেট।

৫ ম্যাচে পাচ জয়ে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে ৪ ম্যাচে তিন হার ও এক জয়ে দুই পয়েন্ট পাওয়া ঢাকা রয়েছে পঞ্চম স্থানে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ