ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা সব কিছু চূড়ান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৭ ১৯:০৮:১৫
বাংলাদেশে আসছে আর্জেন্টিনা সব কিছু চূড়ান্ত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে প্রীতি ম্যাচের জন্য চিঠি দিয়েছিল। জুন উইন্ডোতে ঢাকায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। আগামীকাল বুধবার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন রয়েছে। সেই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ইস্যুতে বাফুফে বিভিন্ন বিষয় তুলে ধরবে। আর্জেন্টিনার বাংলাদেশে আগমন নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অনেক কৌতুহল। মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসলেও এবার যদি সেটা হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। এবার মেসিদের প্রতিপক্ষ নিয়ে এখনো কাজ শুরু করেনি বাফুফে। আগে মেসিদের আমন্ত্রণ নিশ্চিত নিয়ে কাজ করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আর্জেন্টিনা দল ঢাকায় আসতে রাজি হয়েছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের কোচ লিওনেল স্কালোনির পরামর্শে কয়েকটি দলের নাম জানাবে। সেখান থেকে একটি দল বাছাই করা হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ