ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বন্ধুর প্রতারণার শিকার ভারতের তারকা পেসার উমেশ যাদব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ২২ ১০:৩০:১৫
বন্ধুর প্রতারণার শিকার ভারতের তারকা পেসার উমেশ যাদব

থানায় লিখিত অভিযোগে উমেশ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর ২০১৪ সালের ১৫ জুলাই তার বন্ধু শৈলেশকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। শৈলেশ সে সময় বেকার ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে উমেশের আস্থা অর্জন করে নেন শৈলেশ। তিনিই উমেশের যাবতীয় আর্থিক বিষয়াদির দেখাশোনা করতেন। উমেশের ব্যাংক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্ব ছিল শৈলেশর হাতে।

সম্প্রতি নাগপুরে একটি জমি খুঁজছিলেন উমেশ। এ সময় শৈলেশ জানান, ফাঁকা জায়গায় উমেশের মনের মতো একটা জমি আছে। যার দাম ৪৪ লাখ রুপি। উমেশ সঙ্গে সঙ্গে সেই টাকা শৈলেশের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। কিন্তু শৈলেশ সেই জমি নিজের নামে কিনে নেন। উমেশ সে কথা জানতে পেরে শৈলেশকে বলেন জমির মালিকানা বদল করতে। শৈলেশ রাজি হননি। টাকাও ফেরত দেননি। তাই বাধ্য হয়ে কোরাডি থানায় অভিযোগ দায়ের করেন উমেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ