ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ইংল্যান্ড অনেক বড় দল কিন্তু ঘরের মাঠে আমরাও শক্তিশালী: তাসকিন আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৬:৪০:৩৯
ইংল্যান্ড অনেক বড় দল কিন্তু ঘরের মাঠে আমরাও শক্তিশালী: তাসকিন আহমেদ

এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ড এতো কারো কোনো সন্দেহ থাকার কথা না। তবে ঘরের মাঠে বাংলাদেশও কম নয় সেটি মনে করিয়ে দিলেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

গতকাল একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে খেলা সহজ নয়। আমাদের তুলনায় ওরা অনেক বড় দল। তিন ফরম্যাটেই অনেক এগিয়ে তারা। তবে আমরাও বিশ্বাস করি যে, ঘরের মাঠে আমরাও বেশ শক্তিশালী দল। আশা করছি তাদের লড়াই উপহার দিতে পারবো।”

সম্প্রতি সময়ে ওয়ানডে ক্রিকেটে দারুন ছন্দে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টাইগাররা। ২০১৫ সালের পর ঘরের মাঠে একটি মাত্র সিরিজ হেরেছে টাইগাররা। আর সেটি ছিল এই ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ১ মার্চ মিরপুরে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ