ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শ্রীরাম আর ফিরছেন কিনা সরাসরি জানালেন জালাল ইউনুস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১২ ১১:২২:১৬
শ্রীরাম আর ফিরছেন কিনা সরাসরি জানালেন জালাল ইউনুস

কয়েকদিন আগেই তিন ফরম্যাটের হেড কোচ হিসেবে শ্রীলঙ্কান চান্দিকা হাথুরুসিংহের ফেরা নিশ্চিত করে বিসিবি। তাতেই অনিশ্চয়তা তৈরি হয় টি-টোয়েন্টিতে শ্রীরামের ফেরা নিয়ে।

এবার ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, শ্রীরামের না ফেরা।

বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘শ্রীরাম আমার মনে হয় এভেইলেবল না। সম্ভবত সে এখন যোগ দিতে পারবে না। কারণ ওখানে আইপিএলে তার অ্যাসাইনমেন্ট আছে। এটা বাদ দিয়ে পুরো সময়ের জন্য আমাদের এখানে আসা খুবই কঠিন। ’

যিনি সহকারী কোচ হবেন, তিনি ব্যাটিং নির্ভর হবেন বলে আভাস দিয়েছেন জালাল ইউনুস। কিন্তু সহকারী কোচের নিয়োগ ইংল্যান্ড সিরিজের আগে হচ্ছে না। সেটি জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘সহকারী কোচ ব্যাটিং নির্ভরই হবে। তবে ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম। ’

এদিকে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন জাতীয় দলে ফিরছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। ঘরের মাঠে সর্বশেষ ভারত সিরিজে দলের সঙ্গে ছিলেন না তিনি, ছুটিতে ছিলেন সেসময়। ইংল্যান্ড সিরিজ থেকে টিম ডিরেক্টর পদে দেখা যাবে তাকে।

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প থাকবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের জন্য দল ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যেই। ’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ