এক নজরে দেখেনিন নতুন চুক্তিতে চন্দিকা হাতুরাসিংহের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা

বাংলাদেশে প্রথমবার যখন কোচ হিসেবে এসেছিলেন তখনকার চুক্তির তুলনায় এবারের চুক্তিতে বেতন কিছুটা কম। তবুও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই কোচ। নতুন চুক্তিতে বরং তাঁর লাভবান হওয়ার নিশ্চয়তাই আছে বলে জানালেন কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিসিবির এক শীর্ষ কর্মকর্তা, ‘এটি ঠিক যে হাতুরাসিংহের বেতন কমেছে। তবে কমলেও বাংলাদেশ থেকে তাঁর আয় আগের দুই মেয়াদের চেয়ে অনেক বেশিই হচ্ছে।’
নতুন চুক্তিতে আগেরবারের মতোই লোভনীয় অঙ্কের পারফরম্যান্স বোনাস নির্ধারণ করা আছে হাতুরাসিংহের জন্য। যদিও বোনাস নয়, বেতন থেকেই বাড়তি রোজগার করবেন হাতুরাসিংহে; কিন্তু কিভাবে? সেই ব্যাখ্যাও দিয়েছেন ওই কর্মকর্তা, ‘এর আগে বাংলাদেশ সরকারের নিয়মানুযায়ী হেড কোচের বেতন থেকে উৎস কর কেটে নেওয়া হতো ৩০ শতাংশ। নতুন চুক্তির ক্ষেত্রে ব্যতিক্রম বলতে তাঁর বেতনের বিপরীতে কর বাবদ যে টাকা দিতে হবে, সেটি বিসিবিই দিয়ে দেবে। এবার হিসাব করে দেখুন, হাতুরাসিংহের বেতন আগের চেয়ে বেশি হয় কিনা!’
আগামী ১ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া নতুন চুক্তি (কাজে আরো আগে যোগ দিলে তখন থেকেই মেয়াদ শুরু, ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা আছে তাঁর) অনুযায়ী, হাতুরাসিংহের পেছনে প্রতি মাসে ২৫ হাজার ইউএস ডলার বেতন গুনতে হবে বিসিবিকে। ২০১৪ সালের জুনে দুই বছরের জন্য দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সাফল্যের ধারাবাহিকতায় মেয়াদ শেষে চুক্তি বাড়ে তাঁর।
২০১৬-র ১ জুলাই থেকে তিন বছর মেয়াদি দ্বিতীয় চুক্তিতে হাতুরাসিংহের বেতন ছিল ২৭ হাজার ৭২৩ ডলার। সেই সুবাদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি কোচও বনে যান তিনি। তবে বড় অঙ্কের বেতনে করের অঙ্কও ছোট ছিল না। ৩০ শতাংশ হিসাবে উৎসই কর কাটা যেত আট হাজার ৩১৭ ডলার। যে কারণে হাতুরাসিংহের অ্যাকাউন্টে জমা হওয়া অঙ্ক নেমে যেত ১৯ হাজার ডলারের কাছাকাছি। নতুন চুক্তিতেও বেতনের বিপরীতে কর খুব কম নয়।
তবে এবার সেই কর পরিশোধের দায় নিয়েছে বিসিবিই। যে কারণে হাতুরাসিংহের বেতনের ২৫ হাজার ডলারের বাইরেও দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনকে উৎস কর হিসেবে গুনতে হবে আরো সাত হাজার ৫০০ ডলার। কাজেই সাবেক থেকে আবার বর্তমান হেড কোচ হতে যাওয়া হাতুরাসিংহের পেছনে বিসিবির ব্যয়ও আগের চেয়ে বাড়ছে বৈ কমছে না।
বেতন আর উৎস কর মিলিয়ে সাকল্যে ব্যয় মাসে ৩২ হাজার ৫০০ ডলার। হিসাবে তাই আগের চেয়ে আরো দামি কোচ হয়েই ফিরছেন ২০১৭-র সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা অবস্থায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলা এই শ্রীলঙ্কান। পরে নিজ দেশের জাতীয় দলের হেড কোচ হলেও সেই অধ্যায়টি সুখকর হয়নি তাঁর, বিদায় নিতে হয় দ্রুতই।
সর্বশেষ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা এই সাবেক ক্রিকেটারের জন্য নতুন চুক্তিতে বাড়তি কিছু সুযোগ-সুবিধাও রেখেছে বিসিবি। হাতুরাসিংহে ও তাঁর পরিবারের জন্য পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণের জন্য বছরে ২৫ হাজার ডলারের বিমান টিকিট এর একটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: জানুন হেড টু হেড পরিসংখ্যান
- শিক্ষকদের জন্য সুখবর: বাড়ল বাড়ি ভাড়া
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- মশিউর সিকিউরিটিজের লেনদেন স্থগিত, বিনিয়োগকারীদের শেয়ার স্থানান্তরের নির্দেশ ডিএসইর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সরকারি চাকরিজীবীদেরজন্য সুসংবাদ! ১০ বছর পর বেতন দ্বিগুণ হচ্ছে
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- আফগানিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে সিরিজে স্পিনার হলেন ম্যান অফ দ্যা সিরিজ!
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন