ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাবরকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আমির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১২:৫০:০২
বাবরকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আমির

চলমান পিএসলের এবারের আসরে করাচি কিংসের হয়ে খেলবেন আমির। সেই করাচি আবার বাবরকে পাঠিয়ে দিয়েছে পেশোয়ার জালমিতে, যে দলে খেলবেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানও। দুই দলের প্রথম ম্যাচ একে অপরের বিপক্ষে। পিএসএলে নিজের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আমিরের কাছে জানতে চাওয়া হয়েছিল বাবরের সাথে তার দ্বৈরথ নিয়ে। জবাবে আমির জানান, বাবরের সাথে কোনো টেল এন্ডার ব্যাটার অর্থাৎ আনকোরা ব্যাটারদের কোনো পার্থক্য দেখছেন না তিনি।

আমির বলেন, 'এসব প্রতিদ্বন্দ্বিতা খেলোয়াড়দের তাতিয়ে দেয়। আমি এসব চ্যালেঞ্জ পছন্দ করি, কারণ এগুলো আমার মনোযোগ বাড়ায়। আমার কাজ হল উইকেট নেওয়া এবং দলকে জেতানো। তাই আমি বাবরকে বল করছি নাকি ১০ নম্বর ব্যাটারকে, এতে কোনো তফাৎ নেই।'

বাবরও জানিয়েছেন দুজনের এই দ্বৈরথ নিয়ে। তিনি বলেন, 'প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই ভালো। শুধু করাচি নয়, সব দলেই ভালো লোকাল বোলার আছে। এজন্য বিদেশিরা এই লিগে খেলতে আসে। আমি কোয়ালিটি বোলারদের বিপক্ষে খেলার সময় বেসিকে মনোযোগ রাখি। কোনো চাপ নেই... প্রতিপক্ষ নিয়ে আমি খুব বেশি ভাবি না।'

এবারের পিএসএলে বাবর-আমিরের দ্বৈরথ কতটা জমে, তা-ই এখন দেখার বিষয়!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ