আমার কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত: মাশরাফি

এখন পর্যন্ত বিপিএলের ফাইনালে একবারো হারেনি তিনি। ফাইনালের ভাগ্য বরাবরই ভালো মাশরাফির পক্ষে কথা বলে। বিপিএলের এর আগে খেলা চারটি ফাইনালেই শিরোপা জিতেছেন এই লিজেন্ড। কখনোই দেখেননি পরাজয়ের মুখ। এর আগে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে দুবার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের হয়ে একটি করে শিরোপা জিতেছিলেন তিনি। সবগুলো শিরোপাই জিতেছেন অধিনায়ক হিসেবে।
গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারাতে তিনে নেমে ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসও খেলেন মাশরাফি। এর আগে এলিমিনেটরে ১৭ বলে ২৬ রান আসে তার ব্যাটে। একজন পেসারের ক্ষেত্রে ব্যাপারগুলো জাদুকরী মনে হলেও এমনটা মানছেন না মাশরাফি।
তিনি বলেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’
দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঁচে নেমে পড়ার ব্যাখ্যা হিসেবে মাশরাফি বলেন, ‘প্রথমত, ওদের (রংপুরের) অফ স্পিনার ছিল, বাঁহাতি স্পিনার ছিল একজন। ওটা কাজে লাগানো যায় কি না, এই চিন্তা ছিল। আরেকটা ব্যাপার হলো, দ্রুত উইকেট পড়ে গেলে, একজন ব্যাটসম্যান গিয়ে ঝুঁকি নেওয়ার চেয়ে আমাদের কেউ একজন যদি নিচে থেকে ওপরে উঠে ঝুঁকি নেয়, তাহলে ভালো। আমাদের উইকেট পড়ে গেলেও দল চাপে পড়ে না। ব্যাটসম্যান ঝুঁকি নিতে গিয়ে উইকেট পড়ে গেলে দল চাপে পড়ে। আগের ম্যাচেও এরকমই ভাবনা ছিল।’
একইসঙ্গে রংপুরের বিপক্ষে ম্যাচ জেতানোর কৃতিত্ব তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দিয়েছেন মাশরাফি। চাপের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সাকিব।
মাশরাফি বলেন, ‘আমরা জানতাম যে উডের (লুক উড) একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’
এবারের আসরের শুরু থেকেই দল হিসেবে দুর্দান্ত খেলতে থাকে সিলেট। ঘরের মাঠে যখন মাশরাফির দল খেলতে যায় তখনও তাদের বাঁধভাঙা সমর্থন করেছে সিলেটবাসি।
সমর্থকদের ধন্যবাদ দিয়ে মাশরাফি বলেন, ‘প্রতিবারই সিলেটের দর্শকেরা ভালো কিছু প্রত্যাশা করেন। এবার শুরুর দিকে যখন একটা-দুইটা ম্যাচ জিতেছি, তখন থেকেই সিলেটের সাপোর্ট পেয়েছি। এমন ব্লাইন্ডলি সাপোর্ট আমি বিপিএলে আর দেখিনি। আমি বিপিএলে অন্য দলের হয়েও খেলেছি। কিন্তু এমন দেখিনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- আগামীকাল বাংলাদেশ বনাম হংকং ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে: লাইভ দেখার সহজ উপায়
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: টস শেষ, জানুন একাদশ ও লাইভ দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইল ও টিভিতে থেকে লাইভ দেখার উপায়
- ডিভিডেন্ড ঘোষণা নিয়ে নতুন মোড়: তালিকাভুক্ত কোম্পানির বোর্ড সভার তারিখ পরিবর্তন