ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এক মন্তব্যে ভারতসহ পুরো ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিলেন চেতন শর্মা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৩:০৬:০৭
এক মন্তব্যে ভারতসহ পুরো ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিলেন চেতন শর্মা

ভারতীয় ক্রিকেটের খারাপ দিকগুলি তুলে ধরার লক্ষ্য নিয়ে স্টিং অপারেশন চালিয়েছিলো একটি বেসরকারী খবরের চ্যানেল। সেখানে গোপন ক্যামেরার সামনে যা যা বলেছেন চেতন শর্মা, তা যদি সত্যি হয়, তাবে বিশাল বিপর্যয় নেমে আসতে পারে ভারতীয় ক্রিকেটের ওপর। যা রীতিমত কাঁপন ধরিয়েছে সবার মনে।

ভারতীয় দলের তারকা সদস্যদের মধ্যে ইগোর লড়াই থেকে শুরু করে বোর্ড বনাম ক্রিকেটার যুদ্ধ থেকে শুরু করে নিষিদ্ধ পদার্থ সেবনের মত নানাদিক উঠে এসেছে তার বক্তব্যে। টিভি চ্যানেলের সাংবাদিকের গোপন ক্যামেরায় একের পর এক অভিযোগে ভারতীয় ক্রিকেটকে বিদ্ধ করেছেন চেতন শার্মা।

তিনি জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মাদের মত বর্তমান দলের মহাতারকারা যেমন স্টিং-এর কাঁটায় বিপন্ন, তেমনই অস্বস্তিতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়’ও। বিস্ফোরক এই স্টিং অপারেশনে চেতনের আক্রমণে বারবার ক্ষতবিক্ষত অবশ্য হয়েছেন বিরাট কোহলি। ভারতের ব্যাটিং মহাতারকা সম্পর্কে একাধিক অভিযোগ এনেছেন তিনি।

সংবাদমাধ্যমের গোপন ক্যামেরার সামনে চেতন শর্মা কোহলি’কে রীতিমত ‘মেগালোম্যানিয়াক’ হিসেবে তুলে ধরেছেন। নিজেকে ক্রিকেট খেলাটার থেকেই নাকি উর্দ্ধে স্থান দিয়ে বসেছেন তিনি। তারকার গ্ল্যামারের আলোয় চোখ ধাঁধিয়ে গিয়েছে তাঁর, তাই ধরাকে সরা জ্ঞান করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে বিরাট’কে ইঙ্গিত করে চেতনকে বলতে শোনা গিয়েছে, “কোনো খেলোয়াড় যখন একটু নামযশ অর্জন করে ফেলে, তাঁরা মনে করে আমি অনেক বড় হয়ে গিয়েছি। বোর্ডের থেকেও বড় হয়ে গিয়েছে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমায় ছোঁয়ার ক্ষমতাও নেই কারও। আমি ছাড়া ভারতে তো ক্রিকেট’ই বন্ধ হয়ে যাবে।

কিন্তু কত খেলোয়াড় এলো, কত খেলোয়াড় গেলো, ক্রিকেট তো ক্রিকেটের মত চলতেই রইলো।” বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে বিরাট কোহলির দ্বন্দ্ব’ও প্রকাশ্যে চলে এলো চেতন শর্মার বয়ানের মাধ্যমে। সংবাদমাধ্যমের সামনে প্রেসিডেন্টকে হেয় করার চেষ্টা করে ছিলেন বিরাট।

এমনটাও বলেছেন চেতন। ক্রিকেটদুনিয়াই প্রায়ই কানাঘুষো চলে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একে অন্যকে অপছন্দ করেন। তা সম্পূর্ণ সত্যি নয় বলে জানিয়েছেন চেতন। তবে দুই মহাতারকার মধ্যে ইগোর লড়াই যে রয়েছে তা স্বীকার করে নিয়েছেন তিনি। নির্বাচক কমিটির প্রধানের এই বিস্ফোরক বয়ানের পর বিরাটের কোনো প্রতিক্রিয়া অবশ্য এখনও পাওয়া যায় নি। কোথাকার জল কতদূর গড়ায় সে দিকেই এখন তাকিয়ে সকলে।

নিজেদের ফিটনেস ধরে রাখতে নানা ধরনের ইঞ্জেকশন নাকি ব্যবহার করেন ভারতীয় ক্রিকেটার’রা। এমন সব পদার্থ তাঁরা সেবন করেন, যা ধরা পড়ে না ডোপ পরীক্ষায়। ভারতীয় বোর্ড নাকি সব জেনেও চুপচাপ রয়েছে এ নিয়ে। এমন বিস্ফোরক মন্তব্য করে সমগ্র ক্রিকেটমহলকে কাঁপিয়ে দিয়েছেন চেতন শর্মা। দীর্ঘদিন ভারতের সিনিয়র দলের প্রধান নির্বাচক ছিলেন তিনি।

কিছুদিন আগেই দ্বিতীয় টার্মে তাঁকে দায়িত্ব দিয়েছে বোর্ড। সেই তিনিই কিনা বোর্ড সম্পর্কে এমন মারাত্মক অভিযোগ আনছেন? পায়ের নীচের মাটি দুলে উঠেছে অনেকেরই। পেসার জসপ্রীত বুমরাহকে নিশানা করেছেন চেতন। বলেছেন, বুমরাহ নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাঠে টি-২০ সিরিজের আগে চোট লুকিয়েছিলেন। এতে হিতে বিপরীত হয়, এবং টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি।

শিখর ধাওয়ান, কে এল রাহুলদের মত ক্রিকেটারদের কেরিয়ারের স্থায়িত্ব আর কতদিন সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভারতীয় দলের তারকাদের মধ্যে যে ইগোর দ্বৈরথ রয়েছে তাও স্বীকার করে নেন চেতন। সঞ্জু স্যামসনকে লক্ষ্য করেও একাধিক আপত্তিজনক মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ