ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় টেস্ট ম্যাচের জন্য চমক দিয়ে একাদশ ঘোষণা করলো ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৯:৩৬:১৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় টেস্ট ম্যাচের জন্য চমক দিয়ে একাদশ ঘোষণা করলো ভারত

এর আগের দুই সিরিজে ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। সর্ব প্রথম ২০২১ সালে অজিঙ্কা রাহানের নেতৃত্বে ইনজুরিতে জর্জরিত ভারতীয় দল। দুর্দান্ত লড়াই করে মাটিতে মিশিয়ে দিয়েছিলো বত্রিশ বছর ধরে অটুট থাকা অজি ক্রিকেটের গাব্বা দূর্গের প্রাচীর। ১-২ ফলে সিরিজ হেরেছিলো অস্ট্রেলিয়া। ২০১৯’এও হারতে হয়েছিলো একই ফলাফলে।

দিল্লীর অরুণ জেটলী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আদৌ তারা ঘুরতে দাঁড়াতে পারবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অজি সংবাদমাধ্যমের অন্দরে। দলে কিছু বদল আনার কথাক ভাবছে অস্ট্রেলিয়া। হয়ত বাইরে রাখা হতে পারে ডেভিড ওয়ার্নারকে। খেলতে পারেন ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন। ‘ব্যাগি গ্রিন’ শিবিরে যখন থমথমে পরিবেশ তখন ভারতীয় শিবিরে বইছে বসন্তের বাতাস।

প্রথম টেস্টে বর জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র। আরও একবার স্পিনের ফাঁসে নাকাল হয়ে অসহায় আত্মসমর্পণ করবে অস্ট্রেলিয়া নাকি পন্টিং, স্টিভ ওয়াদের সেই বিখ্যাত চোয়ালচাপা লড়াই দেখিয়ে অঘটন ঘটাবেন স্টিভ স্মিথরা? এক উপভোগ্য টেস্ট ম্যাচের আশায় অনুরাগীরা।

IND vs AUS টেস্ট ম্যাচের সময়সূচী-

বর্ডার–গাওস্কর ট্রফি– দ্বিতীয় টেস্ট

স্থান– অরুণ জেটলি স্টেডিয়াম , দিল্লী

তারিখ– ১৭ ফেব্রুয়ারী-২১ ফেব্রুয়ারী

সময়– সকাল ৯:৩০ (ভারতীয় সময়)

দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এস ভরত (উইকেটরক্ষক) রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া-

ম্যাট রেনশ, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, অ্যালেন ক্যারি (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, টড মার্ফি, নাথান লিয়ঁ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ