ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মেরে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন স্টোকস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৩:০৭:৪২
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মেরে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন স্টোকস

তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের লিজেন্ড ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ইংল্যান্ডের বর্তমান কোচ ম্যাককালাম তার 101 টেস্ট ক্যারিয়ারে 107 ছক্কা মেরে এই রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন।

তবে গুরুর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শিষ্য বেন স্টোকস। মাউন্ট মাঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার আগে ম্যাককালামের সমান ছক্কা হাঁকিয়ে পাশেই ছিলেন।। তবে কিউইদের বিপক্ষে দুটি ছক্কা মেরে রেকর্ডটি তুলে নেন ইংলিশ অলরাউন্ডার। ৯০ টেস্ট ক্যারিয়ারে স্টোকসের এখন ১০৯টি ছক্কা।

এমন রেকর্ড গড়ার পর ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে কোচ ম্যাককালামকে কি যেন ইঙ্গিত করেন স্টোকস। সেখানে বসে থাকা ম্যাককালাম করতালির মাধ্যমে স্টোকসকে অভিবাদন জানান। তবে টেস্টে সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার এই রেকর্ডটি যে স্টোকস বেশ কিছুদিন দখলে রাখবেন তা এখনই বলে দেওয়া যায়।

টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে ন্যূনতম ১০০ ছক্কা মারার কীর্তি ম্যাককালাম ও স্টোকস ছাড়া শুধু আর একজনের দখলে রয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ৯৬ টেস্টের ক্যারিয়ারে ১০০ ছক্কা মেরেছেন। তবে বর্তমানে খেলছেন এমন কেউই এই কৃতি গড়তে পারেননি।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের পরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদি। ৭৬টি ছক্কা হাঁকিয়ে দুই নম্বরে অবস্থান করছেন তিনি। তবে বর্তমানে ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৬৬ ছক্কা মেরেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৬৪ ছক্কা মেরে পরের স্থানে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Undefined variable $webp_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 367

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 368

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 369

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একাধিক ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যেখানে বিনিয়োগকারীদের ‘দ্রুত লাভ’ দেখিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দাবি করা... বিস্তারিত