ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জাদেজাই বিশ্বসেরা অলরাউন্ডার, তাকে টক্কর দিতে পারেন একজন বললেন হরভজন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৪:৪১:২৪
জাদেজাই বিশ্বসেরা অলরাউন্ডার, তাকে টক্কর দিতে পারেন একজন বললেন হরভজন

২য় টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন জাদেজা। দ্বিতীয় ইনিংসে ৪২ রান খরচ করে তুলে নেন ৭টি উইকেট। তাঁর টেস্ট কেরিয়ারের এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স। দিল্লিতে জাদেজা ব্যাট হাতে ২৬ রানের কার্যকরী যোগদান রাখেন। ফলে দ্বিতীয় টেস্টেরও ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। সুতরাং, জাতীয় দলে কামব্যাকের পরে টানা ২টি টেস্টের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন রবীন্দ্র। আর যার তার প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।

খারাপ পারফর্ম্যান্স করলে যেমন কারও সমালোচনা করতে পিছপা হন না হরভজন সিং, ঠিক তেমনই ভালো খেললে প্রশংসা করতেও কুণ্ঠাবোধ করেন না ভাজ্জি। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পরে ম্যাচের নায়ক রবীন্দ্র জাদেজাকে নিয়ে এমন এক মন্তব্য করেন সর্দার, যাকে চূড়ান্ত সার্টিফিকেট বললেও ভুল বলা হয় না।

আসলে জাদেজাকে বিশ্বের সেরা অল-রাউন্ডারের তকমা দেন হরভজন। সেই সঙ্গে সর্দার এও জানান য, এই মুহূর্তে জাদেজার সমকক্ষ অল-রাউন্ডার রয়েছেন একজনই। তিনি অন্য কেউ নন, ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস।

হরভজন বলেন, ‘রবীন্দ্র জাদেজার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। বল হাতে জাদেজা এককথায় অসাধারণ। তবে ব্যাট হাতেও অনেক উন্নতি করেছে ও। এমনকি ওকে যদি ৪-৫ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়, তাহলেও দরকারের সময় ও আপনাকে রান এনে দেবে। আমার মতে, এই মুহূর্তে বিশ্বক্রিকেটে ওই সেরা অল-রাউন্ডার। একমাত্র বেন স্টোকসের তুলনা চলে ওর সঙ্গে।’

ভাজ্জি আরও যোগ করেন, ‘দিল্লি টেস্টে জাদেজা যে কাজটা সব থেকে ভালো করেছে, সেটা হল লাইন-লেনথ বজায় রাখা। একটানা স্টাম্পে বল করে গিয়েছে। অজিরা সুইপ শট খেলার চেষ্টা করেছে বটে, তবে এমন লো-বাউন্সের পিচে যেটা কাজে লাগেনি।'

উল্লেখ্য, রবীন্দ্র জাদেজাই যে এই মুহূর্তে বিশ্বের সেরা অল-রাউন্ডার, তার স্বীকৃতি দিয়েছে আইসিসিও। টেস্ট অল-রাউন্ডারদের আইসিসি ব়্যাঙ্কিংয়ে জাদেজা বেশ কিছুদিন ধরেই এক নম্বরে রয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ