ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পিএসজিতে মেসি-নেইমারের ভবিষ্যৎ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৩:৪১:৩৯
পিএসজিতে মেসি-নেইমারের ভবিষ্যৎ

ততবে সর্বশেষ খবর হলো পিএসজি ছাড়তে চান না নেইমার। দোস্ত মেসি ক্লাব ছাড়লেও 2027 সাল পর্যন্ত প্যারিসে থাকতে চান। ফরাসি সংবাদমাধ্যম লিকুইপ এ খবর দিয়েছে।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে বার্সেলোনা থেকে নিয়ে এসেছিল পিএসজি। লক্ষ্য ছিল পিএসজি যেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে। একবার ফাইনাল খেললেও এখন পর্যন্ত পিএসজির সে লক্ষ্য পূরণ হয়নি।

লেকিপের দাবি, নেইমার চান পিএসজির হয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের সেই শিরোপা জিতেই ক্লাব ছাড়তে। এর মধ্য দিয়ে ব্রাজিলীয় তারকা নাকি সমালোচকদের মুখও বন্ধ করতে চান। আর তাই মেসি যদি ক্লাব ছেড়েও যান, তবু নেইমার চান পিএসজিতে থেকে যেতে।

অন্য দিকে আরেক সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট বলছে, পিএসজি এরই মধ্যে মেসি ও নেইমারকে গ্রীষ্মের দলবদলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি অন্য ক্লাবগুলোর কাছ থেকে নেইমারকে নিয়ে পাওয়া প্রস্তাবগুলোও নাকি বিবেচনা করে দেখছে পিএসজি কর্তৃপক্ষ। নেইমারকে নিতে আগ্রহী দলগুলোর মধ্যে চেলসির থাকার কথাও নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।

সংবাদমাধ্যমটির দাবি, মেসি–নেইমারকে ছেড়ে দিয়ে তারা এমবাপ্পেকে কেন্দ্রে রেখে দল গড়তে চায়। রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে পিএসজিতে থেকে যাওয়ার সময় এমবাপ্পেরও মূল দাবি ছিল, তিনিই হবেন দলের মূল তারকা। সব মিলিয়ে আগামী দলবদলে পিএসজিকে ঘিরেই যে উত্তেজনা জমে উঠবে, তা বলা বাহুল্য।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ