ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অধিনায়ক হরমনপ্রীতের উইকেট হারালো ভারত , দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৩ ২১:৫৪:১১
অধিনায়ক হরমনপ্রীতের উইকেট হারালো ভারত , দেখেনিন সর্বশেষ স্কোর

ভারতের ইনিংস বিবরণ:

১.৩ ওভারে মেগান শুটের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শেফালি বর্মা। শেফালি রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হতে হয় শেফালিকে। ৬ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ১১ রানে ১ উইকেট হারায়। ২.২ ওভারে গার্ডনারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্মৃতি মন্ধনা। ৫ বলে ২ রান করেন তিনি। ভারত ১৫ রানে ২ উইকেট হারায়।

৩.৪ ওভারে নিজের ভুলেই রান-আউট হয়ে মাঠ ছাড়েন যস্তিকা ভাটিয়া। ব্রাউনের বলে শট নিয়েই দৌড় শুরু করেন যস্তিকা। যদিও বল সরাসরি ফিল্ডারের হাতে চলে যাওয়া কোনওভাবেই রান সংগ্রহ করা যেত না। জেমিমা নিজের ক্রিজ ছাড়েননি। যস্তিকা ব্যাটিং ক্রিজে ফিরে আসার আগেই হ্যারিসের ছোঁড়া বল ধরে স্টাম্প ভেঙে দেন পেরি। ৭ বলে ৪ রান করে মাঠ ছাড়েন যস্তিকা। মারেন ১টি চার। ভারত ২৮ রানে ৩ উইকেট হারায়।

১০.১ ওভারে ব্রাউনের বলে চার মারেন জেমিমা। তবে ঠিক তার পরের বলে উইকেটকিপার হিলির দস্তানায় ধরা পড়েন তিনি। ২৪ বলে ৪৩ রান করেন জেমিমা। মারেন ৬টি চার। ভারত ৯৭ রানে ৪ উইকেট হারায়। ১৪.৪ ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত কউর। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫২ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ভারতের সংগ্রহ ১৭ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান। জয়ের জন্য ২৪ বলে ৩৮ রান দরকার ভারতের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ