ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক হরমনপ্রীত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ০৯:২৩:৫৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক হরমনপ্রীত

ভারতের হারের কারণ খুঁজতে গেলে খারাপ ফিল্ডিংয়ের কথা সামনে উঠে আসবে সবার আগে। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে হরমনপ্রীতের রান-আউটই। ক্যাপ্টেন ওই সময় মাঠ না ছাড়লে ভারত ম্যাচ জিততে পারত।

ম্যাচের শেষে স্বাভাবিকভাবেই হতাশ শোনায় হরমনপ্রীতকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুতেই হরমনপ্রীতের সামনে উত্থাপন করা হয় রান-আউটের প্রসঙ্গ। জবাবে তিনি বলেন, ‘এর থেকে বেশি দুর্ভাগ্যের শিকার হওয়ার কথা ভাবা যায় না। জেমির সঙ্গে যখন ব্যাট করছিলাম, মোমেন্টাম ফেরানো গিয়েছিল। সেখান থকে ম্যাচ হারতে হবে কল্পনাও করিনি।’

ভারতের হারের জন্য হরমনপ্রীত ভাগ্যকে দুষলেও, এটা নিশ্চিত যে, ভারতকে শুধুই ভাগ্যের হাতে মার খেতে হয়নি। বরং বড় মঞ্চে ক্রিকেটারদের একগাদা ভুল করার প্রবণতাই ভারতকে ছিটকে দেয় লড়াই থেকে।

সেমিফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে সহজ ক্যাচ ছাড়ার কতবড় মাশুল দিতে হতে পারে, ভারতীয় দল তা হাড়ে হাড়ে টের পেয়েছে। মেগ ল্যানিং ও বেথ মুনিকে ভারত শুরুতেই সাজঘরে ফেরাতে পারত। তবে জীবনদান পেয়ে দুই তারকাই অস্ট্রেলিয়াকে বড় রানের মঞ্চে বসিয়ে দেন।

শুধুই কী ক্যাচ মিস! স্টাম্প-আউটের সুযোগও নষ্ট করেছে ভারত। অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিটি রান তোলা যেখানে ব্যাটারদের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়, ভারত সেখানে মিস ফিল্ডে রান গলিয়েছে বিস্তর। ফিল্ডারদের দোষে যত রান খরচ হয়েছে ভারতের, সেগুলি আটকানো গেলে ৫ রানে ম্যাচ হারতে হতো না ভারতকে।

হরমনপ্রীত অবশ্য মেনে নেন যে, ফিল্ডাররা আবার বেশ কিছু ভুলভ্রান্তি করেছেন এই ম্যাচে। তিনি বলেন, ‘আমরা ফের কিছু সহজ ক্যাচের সুযোগ হাতছাড়া করেছি। যদি আমাদের ম্যাচ জিততে হয়, তবে সুযোগ কাজে লাগাতে হবে। এগুলি থেকে শিক্ষা নিতে পারি মাত্র।’

সেমিফাইনালে হেরে বিদায় নিতে হলেও টুর্নামেন্টে সার্বিকভাবে যে রকম পারফর্ম্যান্স উপহার দিয়েছে ভারত, তাতে খুশি প্রকাশ করেন হরমনপ্রীত। ফাইনালে জেমিমার খেলা ইনিংসটিরও প্রশংসা করেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ