ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের আসল কারণ ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৫:৩৫:৩৮
সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের আসল কারণ ফাঁস

খারাপ পরিস্থিতি হওয়া সত্ত্বেও, দলের হয়ে দুরন্ত ফাইটব্যাক দেখালেন অধিনায়ক হারমানপ্রীত কৌর ও জেমিমা রদ্রিগেজ, গতকাল ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং, ওপেনিং করতে এসে বেথ মুনির ব্যাট থেকে দুরন্ত একটি অর্ধশতরান আসে।

শেষ ওভারে ১৮ রান সংগ্রহ করে দলের রানসংখ্যা ১৭২ এ পৌঁছে দেন অধিনায়ক ল্যানিং। গত ম্যাচে ভারতীয় দলকে সমর্থন করতে মাঠে দেখা যায় BCCI সেক্রেটারি জয় শাহকে।

১৭২ রানের জবাবে ভারতীয় দলের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনা ব্যাটিং করতে আসলে ৩ ওভারের মধ্যেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান, দুজনেই এলবিডব্লিউ হয়ে যান, ৬ বলে ১ টি চারের সহযোগে শেফালি বড় রান চেজে মাত্র ৯ রান বানান।

তবে পরবর্তী কালে অধিনায়ক হরমনপ্রীত কৌর ও জেমিমা রডরিগেস প্রচেষ্টা ব্যার্থ হয়, ২৪ বলে ৪৩ রান বানান জেমিমা ও ৩৪ বলে ৫২ রান বানিয়ে ভাগ্যের কঠিন খেলায় নিজের উইকেট হারান তিনি, ১৭ বলে ২০ রান করে দীপ্তি শর্মার প্রচেষ্টাও হয় ব্যার্থ, ৫ রানে সেমিফাইনালে পরাজিত হতে হয় ভারতীয় দলকে।

তবে মাঠে জয় শাহকে উপস্থিত দেখে সোশ্যাল মিডিয়ায় মেজাজ হারালেন ভারতীয় সমর্থকরা। জয় শাহকে নিয়ে উগড়ে দিলেন ক্ষোভ। ভক্ত সমর্থকদের মতে তার কারণে ম্যাচ হেরেছে ভারত

দেখেনিন টুইট

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ