ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য ঘটনা: আইসিসির বিদ্রুপ, ক্ষোভে ফেটে পড়লেন ভারতীয় ক্রিকেট ভক্তরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ২১:৫৪:১০
অবিশ্বাস্য ঘটনা: আইসিসির বিদ্রুপ, ক্ষোভে ফেটে পড়লেন ভারতীয় ক্রিকেট ভক্তরা

মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্য়াটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারতের জন্য ১৭৩ রানের লক্ষ্য বেঁধে দেয় অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। পাওয়ার প্লে-র মধ্যেই তিন উইকেট পড়ে। জেমাইমা এবং অধিনায়ক হরমনপ্রীত দলকে বেশ ভালই টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৫২ রানে অদ্ভুদভাবে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন হরমনপ্রীত কৌর। তাঁর ব্য়াট আটকে যায়। ক্রিজের সামনে পৌঁছেও রান আউট। হরমনপ্রীতের এই আউটের সঙ্গেই ভারতের ফাইনালে যাওয়ার স্বপ্নও ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এই ম্যাচের পরেই একটি ‘অপ্রীতিকর’ পোস্ট করে আইসিসি।

২০১৯ সালের পুরুষদের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ঠিক একইভাবে রান আউট হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনিও সেই ম্যাচে ভারতের বৈতরণী পার করার দায়িত্ব নিয়েছিলেন। তিনি আউট না হলে সেমিফাইনাল জিতে ফাইনালে যাওয়ার সুযোগ থাকত ভারতের কাছে। কিংবা এমনও হতে পারত, ভারত শেষ অবধি বিশ্বকাপ জিতত! কিন্তু দু-টির কোনওটিই হয়নি। এই ভাবে ধোনির ও হরমনপ্রীতের আউট হওয়ার ভিডিয়ো পাশাপাশি পোস্ট করে আইসিসি ইনস্টাগ্রামে লেখে, ‘কোটি কোটি মানুষের মন ভেঙে দেওয়া রানআউট’।

এই পোস্টটি দেখে বেজায় চটে যান আপামর ভারতবাসী। এই পোস্টে একজন সমর্থক লেখেন, ‘দুটি রান আউট একেবারেই তুলনাযোগ্য নয়। স্পষ্ট দেখা যাচ্ছে কেবলমাত্র অসাবধান ভাবে রান নিতে গিয়ে নিজের উইকেট দিয়ে এসেছেন হরমনপ্রীত’। অন্য দিকে, আর এক সমর্থক বলেন, ‘ধোনির রান আউটটি সম্পূর্ণ আলাদা। খুব কাছে মারা শটে দু-রান নিতে গিয়ে আউট হয়েছিলেন তিনি। নিজের সর্বস্ব দিয়েও আউট হওয়া আটকাতে পারেননি ক্যাপ্টেন কুল’।

ম্যাচের পর অবশ্য ভারত অধিনায়ক হরমনপ্রীত স্বীকার করে নেন যে, তাঁর রান আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নয়তো তাঁর কাঁধে ভর করেই ভারত বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যেত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ