ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ০৯:২৫:২৭
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলের স্কোয়াডে নতুন কেউ যুক্ত হচ্ছে না। ফলে ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ স্কোয়াড আপাতত ১৪ জনই থাকছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিসিবির নির্ভরযোগ্য এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘জাতীয় দলের স্কোয়াডে কাউকে রাখলেও একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।’

আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তাই খেলোয়াড়দের জাতীয় দলের সাইডবেঞ্চে বসে থাকার চেয়ে টুর্নামেন্টে খেলাকেই বেশি জরুরি মনে করছেন দলের নির্বাচকরা।

এছাড়া যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে, তাই চাইলেই যেকোনো মুহূর্তে কাউকে স্কোয়াডে যুক্ত করা সম্ভব। তাই প্রস্তুতি ম্যাচে আলো ছড়ানো ইয়াসির আলি রাব্বি কিংবা নুরুল হাসান সোহানরা ইতোমধ্যেই বিসিএল খেলতে চলে গেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১ মার্চ শুরু হবে সিরিজ। এদিন মিরপুরে প্রথম ওয়ানডেতে জস বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ৬ মার্চে তৃতীয় ম্যাচের জন্য দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১২ টায়।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল৷ চট্টগ্রামে হবে প্রথম টি-টোয়েন্টিও। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচ ঢাকায়। ২০ ওভারের ম্যাচগুলো শুরু হবে বেলা ৩ টায়।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ