ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তৌহিদ হৃদয়কে দলে নেয়ার আসল কারণ ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১০:১৫:৩৪
তৌহিদ হৃদয়কে দলে নেয়ার আসল কারণ ফাঁস

সদ শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করে লাইমলাইটের আলোয় এসেছেন হৃদয়। যদিও এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর পর ভালো করেছেন ঘরোয়া ক্রিকেটে ও 'এ' দলে। আর এ কারণেই তাকে ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়েছে।

বাশার বলেন, 'চেন্নাইতে 'এ' দলের হয়ে ভালো ইনিংস খেলেছে। ওয়ানডেতেও ভালো ব্যাটিং করছিল। সেখানে ম্যাচ জেতানো একটা ইনিংস খেলেছিল। শেষ দুই বছর ধরে কিন্তু ভালো করছে। প্রিমিয়ার লিগ ভালো খেলেছে, তার আগে এনসিএলে খুব ভালো পারফর্ম ছিল। প্রথম শ্রেণি বা লিস্ট 'এ' ক্রিকেটেও পারফর্ম করেছে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করেছে, তা কিন্তু না।'

তাই শুধু বিপিএল নয়, অন্য সব পারফরম্যান্স যাচাই করে, হৃদয়ের ব্যাটিং পর্যালোচনা করেই তাকে নেওয়া হয়েছে ওয়ানডে ফরম্যাটের দলে, জানালেন বাশার।

তিনি বলেন, 'অনেকেই মনে করছে বিপিএলের পারফরম্যান্সই খুব বেশি চোখে পড়েছে। অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফরম্যান্স। বিপিএলে এক্সস্ট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে সাধারণত এমন ব্যাটিং করে না। প্রথম শ্রেণি বা লিস্ট 'এ' ক্রিকেটে ভিন্নরকম ব্যাটিং করেছে। আমরা সবকিছু নিয়েই চিন্তুা করেছি, শুধু বিপিএল না। বিপিএল তো মাত্র হল। তবে গত দুই বছরের পারফরম্যান্সও মাথায় ছিল। সেটা নিয়েই আলোচনা হয়েছিল।'

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ