ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মাহামুদউল্লাহকে নিয়ে যা বললেন অধিনায়ক তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৫:৩০:৩৪
মাহামুদউল্লাহকে নিয়ে যা বললেন অধিনায়ক তামিম

তার মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ অন্যতম। একসময় মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকায় মুন্সিয়ানা দেখিয়েছেন নিয়মিত। তবে এখন রানের জন্য বেশ সংগ্রাম করতে হয়। উইকেটে টিকে থাকতে গিয়ে কখনো কখনো বেড়ে যায় দলের চাপ।

২০১৯ সালে ওয়ানডেতে রিয়াদের স্ট্রাইক রেট ছিল ৮১.৫০। ২০২০ ও ২০২১ সালে যথাক্রমে ৮৫.৩৯ ও ৮১.৫৯। ২০২২ সালের ১৩ ওয়ানডে ইনিংসে স্ট্রাইক রেট ৬৯.২৫। যদিও গড়ের দিক থেকে উন্নতি হয়েছে।

যদিও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দাবি করলেন, এখনও বাংলাদেশ দলের অন্যতম পাওয়ার হিটার মাহমুদউল্লাহ্ রিয়াদ। মিডল অর্ডার নিয়ে আলাপকালে তিনি বলেন, 'রিয়াদ ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছে। কোন পরিস্থিতিতে ব্যাট করছিলেন এটা মাথায় রাখতে হবে। আমাদের হার্ডহিটার কে? অবশ্যই রিয়াদ ভাই একজন। আফিফও ভালো করছে, সেও একজন।'

এই দুজনের ব্যাকআপ হিসেবে ভাবা হচ্ছে ইয়াসির আলী চৌধুরী ও অভিষেকের অপেক্ষায় থাকা তৌহিদ হৃদয়ের কথা। তামিমের ভাষায়, 'ব্যাকআপ যদি বলেন, ইয়াসিরের অনেক ভালো সামর্থ্য আছে। যদিও বিপিএল ছাড়া তৌহিদ হৃদয়ের তেমন খেলা দেখিনি, তবে সে আরেকজন হতে পারে। এখন পর্যন্ত আফিফ ও রিয়াদ ভাইই আছে। আল্লাহ না করুক তাদের কিছু হয়ে গেলে তখন ইয়াসির ও হৃদয় আছে। এরাই আমার কাছে মনে হয় সামর্থ্যবান।'

ইংল্যান্ড সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকা হৃদয় মূলত মিডল অর্ডার ব্যাটার, যদিও বিপিএলে বাজিমাত করেছেন টপ অর্ডারে। জাতীয় দলে তাকে কোথায় কাজে লাগানোর পরিকল্পনা তামিমদের?

অধিনায়কের উত্তর, 'বিপিএলে ওপেনিং ও তিন নম্বরে খেলেছে। এখন যখন স্কোয়াডে আছে, ফ্লেক্সিবল। তাকে প্রয়োজন হলে তিনে ব্যবহার করব। মিডল অর্ডারেও কাজে লাগাতে পারি, সে তার ক্যারিয়ারজুড়ে মিডল অর্ডারেই খেলেছে। বিপিএলেই প্রথম তিনে খেলল। যে জায়গায় দরকার হয় ঐ জায়গায় ব্যবহার করব।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ