ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১১:২৫:৫২
দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত ১২ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে হারে সাকিবের ফরচুন বরিশাল। তারপর সেদিন রাতেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়েন তিনি। কিন্তু পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী ১ মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড সিরিজের আগে রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে প্রশ্ন উঠে, সাকিব কবে দেশে ফিরছেন? সে সময় টাইগারদের এই ওপেনার জানান, পারিবারিক ইস্যুর কারণেই নাকি এখনও দেশে ফেরেননি সাকিব।

অবশেষে সব গুঞ্জন উঠিয়ে দিয়ে ঢাকায় ফিরেছেন টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান। সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকায় পা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও হোটেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ