ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

কোহলি ও রোহিতের পছন্দের ৩ ক্রিকেটার নেই অধিনায়ক হার্দিকের পরিকল্পনায়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১১:৪৫:১৪
কোহলি ও রোহিতের পছন্দের ৩ ক্রিকেটার নেই অধিনায়ক হার্দিকের পরিকল্পনায়

কোহলি, রোহিতদের মত সিনিয়রদের অনিষ্টিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার জন্য এখন থেকে পরিকল্পনা করছে ভারতীয় দল। শুভমান গিল, ঈশান কিষণদের মত তরুণদের সুযোগ দিয়ে দেখা হচ্ছে। স্থায়ী অধিনায়ক রোহিত ‘অব্যাহতি’তে’ থাকায় দল সামলানোর ভার তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। ২০২২ সালে আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব করেই গুজরাত টাইটান্সকে ট্রফি জিতিয়েছিলেন হার্দিক। ভারতের নেতা হিসেবেও এখনও একটিও সিরিজে হারেন নি তিনি।

আয়ারল্যান্ড,শ্রীলঙ্কাকে হারিয়েছেন। দেশে-বিদেশে জয় পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষেও। অধিনায়ক হিসেবে যে তিনি পূর্বসূরীদের দেখানো পথে না চলে এক নিজস্ব রাস্তা বেছে নেবেন তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন হার্দিক। ধোনি পরবর্তী যুগের দুই অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার পছন্দের অন্তত ৩ ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ দিয়েছেন পান্ডিয়া।

দীনেশ কার্তিক-

আইপিএলে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফর্ম করার পুরষ্কার হিসেবে গত বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় দলে ফেরানো হয় দীনেশ কার্তিক’কে। জাতীয় দলের জার্সিতেও বেশ করেকটি ম্যাচে ধুন্ধুমার ব্যাটিং করে সাড়া ফেলে দিয়েছিলেন ৩৭ বছরের কার্তিক। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা কামব্যাক বলা হচ্ছিলো তাঁর প্রত্যাবর্তনকে। প্রশংসা করেছিলেন স্বয়ং রিকি পন্টিং’ও।

টি-২০ বিশ্বকাপ দলেও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে অধিনায়ক রোহিত শর্মার প্রথম পছন্দ ছিলেন কার্তিক। তবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে মুখ থুবড়ে পড়ে তাঁর ব্যাটিং। একটি ম্যাচেও বড় রান করতে পারেন নি তিনি। দলের স্বার্থে শেষমেশ বাদই দিতে হয় তাঁকে। বিশ্বকাপের শেষ দুই ম্যাচে দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন ঋষভ পন্থ।

বিশ্বকাপের পরে রোহিত শর্মা টি-২০ ক্রিকেটে এখনও অবধি আর খেলেন নি। নিউজিল্যান্ড সফর হোক বা ঘরের মাঠে শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ড সিরিজ, অধিনায়কত্ব সামলেছেন হার্দিক পান্ডিয়া। তিনি উইকেটরক্ষক হিসেবে পন্থ বা ঈষান কিষণের ওপর আস্থা রেখেছেন। ফেরান নি কার্তিক’কে।

প্রসিদ্ধ কৃষ্ণ-

বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দলের হয়ে পথচলা শুরু হয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ’র। গতি ও নিয়ন্ত্রণের কারণে দ্রুত ‘টিম ইন্ডিয়া’তে নিয়মিত হয়ে উঠেছিলেন তিনি। পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

২০২১ এর শেষের দিকে অধিনায়কত্ব ইস্যুতে বিতর্ক তৈরি হওয়ায় সরে যান বিরাট কোহলি। নেতা হয়ে আসেন রোহিত শর্মা। ২০২২ এর অগস্ট মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে কেরিয়ারের শেষ একদিনের ম্যাচটি খেলেছেন কৃষ্ণ। ১৪ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৫।

ভারতের হয়ে এখনও অবধি কেবল একদিনের ক্রিকেট খেললেও টি-২০ তে দক্ষতা রয়েছে তাঁর। আইপিএলের মত টি-২০ প্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস জার্সিতে চুটিয়ে ক্রিকেট খেলেছেন তিনি। কুড়ি-বিশের ক্রিকেটে অধিনায়ক পান্ডিয়া শিভম দুবে, উমরান মালিকদের মত নতুন মুখ’কে জায়গা দিলেও ডাকেন নি প্রসিদ্ধ কৃষ্ণ’কে।

বেঙ্কটেশ আইয়ার-

২০২১ সালে চোটের কারণে ছিটকে যাওয়া হার্দিক পান্ডিয়ার পরিবর্ত হিসেবে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় বেঙ্কটেশ আইয়ারের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে দারুণ পারফর্ম্যান্স করার সুফল পান নি। পরপর বেশ কয়েকটি ম্যাচে তাঁর ওপর ভরসা দেখিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ৯ টি টি-২০ ম্যাচে মাত্র ১৫৫ রানই করতে পেরেছিলেন বেঙ্কটেশ আইয়ার।

২০২২ এর গোড়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কিন্তু মাত্র দুই ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। দুই ইনিংসে করেন ২৪ রান। হার্দিক পান্ডিয়া এরপর চোট সারিয়ে ফিরে আসায় জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়। রোহিতের অধিনায়কত্বে বেশ কিছু ম্যাচ খেললেও হার্দিকের আমলে টি-২০ দলে ব্রাত্যই থেকে গিয়েছেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Undefined variable $webp_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 367

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 368

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 369

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একাধিক ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যেখানে বিনিয়োগকারীদের ‘দ্রুত লাভ’ দেখিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দাবি করা... বিস্তারিত