ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সর্বকালের সেরা একাদশ ঘোষণা, দেখেনিন মেসি-রোনালদোর অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৭:৩০:৪২
সর্বকালের সেরা একাদশ ঘোষণা, দেখেনিন মেসি-রোনালদোর অবস্থান

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলের রোনাল্ডো নাজারিও। দেশকে দু দুবার বিশ্বকাপ এনে দেওয়া রোনাল্ডো তার সর্বকালের সেরা একাদশ বাছলেন। তাৎপর্যপূর্ণভাবে তার সেরা একাদশে রয়েছেন দুইজন আর্জেন্টিনার তারকা। এক কিংবদন্তী দিয়েগো মারাদোনা ও অপরজন তার উত্তরসূরি লিওনেল মেসি। সেরা একাদশে রয়েছেন ফুটবল সম্রাট পেলে।

রোনাল্ডো গোলকিপার রেখেছেন ইতালির গিয়ানলুইগি বুফোকে। রাইটব্যাকে কাফু, সেন্ট্রাল ব্যাকে পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, লেফট ব্যাকে রবার্তো কার্লোসকে রেখেছেন রোনাল্ডো। সেন্ট্রাল মিডফিল্ডে রয়েছেন দিয়েগো মারাদোনা, জিকো। মাঝমাঠের ডানপ্রান্তে লিওনেল মেসি, বা প্রান্তে রোনালডিনহো, সেন্টার ফরোয়ার্ড হিসেবে পেলেকে রেখেছেন তিনি।

এছাড়াও ফরোয়ার্ড হিসেবে নিজেকেও রেখেছেন ব্রাজিলের হয়ে ৬৮ টি গোল করা ও ক্লাব ফুটবলে ৩৫০ এরও বেশি গোল করা রোনাল্ডো। সোমবার ফিফার তরফে সেরা ফুটবলারদের পুরস্কার দেওয়া হবে, তার আগে সংবাদমাধ্যমের আবদারে তার সেরা একাদশ জানালেন রোনাল্ডো নাজারিও।

রোনাল্ডো জানান, বুফোকে দিয়েই শুরু করা যাক, একজন অসাধারণ গোলকিপার। আমার সময়ের গোলকিপার ও। প্রচুর গোল ও সেভ করেছে, তাকে পরাস্ত করে গোল করা সত্যিই খুব কঠিন ছিলো। ও একজন দুর্দান্ত গোলকিপার,আমার মনে হয় ফুটবলের ইতিহাসে ঐ সেরা। এরপর রোনাল্ডো বলেন, আক্রমন নির্ভর দলই আমি গড়ব। ডানদিকে কাফু থাকবে।

ও যখন খুশি উপরে উঠতে পারবে, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও রবার্তো কার্লোস ব্যাক ফোরে থাকবে। মাঝমাঠে আমি রাখতে চাইছি উচ্চমানের ফুটবলারদের। পাঁচ নম্বর জার্সি পরে জিকো নামবে। আটনম্বর জার্সি পরে নামবে মারাদোনা। মাঝমাঠ পুরোপুরি আক্রমণাত্মক হবে।

আক্রমণভাগে আমি রাখতে চাইছি লিওনেল মেসি, ফুটবল সম্রাট পেলে, রোনালডিনহো গাউচো এবং সামনে আমি অবশ্যই। দলের ম্যানেজার হিসেবে রোনাল্ডো রেখেছেন মারিও জাগালোকে। এই সম্পর্কে রোনাল্ডো বলেন, তারকা সমৃদ্ধ এই দলকে পরিচালনা করার জন্য আমি সেরা কোচকেই বাছাই করব, যার সাথে জীবনে আমি কাজ করেছি।

সেরা একাদশে রাখেননি তার নামের বর্তমান প্রজন্মের অন্যতম সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মেসির পাশাপাশি বিশ্ব ফুটবলে বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে বড় চর্চিত নাম সিআরসেভেন। পর্তুগালের হয়ে ১৯৬ টি ম্যাচে ১১৮ টি গোল করা রোনাল্ডো পর্তুগালের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু তাকে প্রথম একাদশে না রেখে রিজার্ভ বেঞ্চে বসাতেই আগ্রহী বড় রোনাল্ডো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ