দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে মারাত্মক দুর্ঘটনা, হাসপাতালে উইকেটকিপার ব্যাটার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় ৩ দিনের একটি প্রস্তুতি শিবির আয়োজন করেছিল দিল্লি ক্য়াপিটালস। সোমবার সেই শিবিরের শেষ দিন ছিল। আর অন্তিম দিনেই এই দুর্ঘটনাটি ঘটে যায়।
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়ার কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর জায়গায় ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। কিন্তু উইকেট কিপিংয়ের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জল্পনা তৈরি হয়েছে। যেহেতু সদ্য সমাপ্ত রনজি ট্রফিতে অভিষেক যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন, সেকারণেই আশা করা হচ্ছে যে দিল্লির হয়েও গ্লাভস হাতে উইকেটের পিছনে তাঁকেই দেখতে পাওয়া যাবে।
উল্লেখ্য, সেই যুব ক্রিকেট থেকেই অভিষেক বাংলার হয়ে যথেষ্ট নজর কাড়তে পেরেছেন। যদিও আইপিএল নিলামে তিনি ডাক পাননি। তবে আশা করা হচ্ছে, এই প্রস্তুতি শিবির থেকেই তিনি দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজরে পড়বেন তিনি। কিন্তু, এই চোট তাঁকে কতটা বেগ দেবে, তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা করছে বাংলার ক্রিকেটমহল।
ইতিপূর্বে গত মাসেও কলকাতায় দিল্লির একটি প্রস্তুতি শিবির আয়োজন করা হয়েছিল। সেই শিবিরেও ট্রায়ালে এসেছিলেন অভিষেক পোড়েল। আর এবার তো তিনি ৩ দিনই এই শিবিরে যোগদান করেন। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই শিবিরের আয়োজন করা হয়। সেখানেই কিপিং করতে গিয়ে জখম হন তিনি।
এবার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথায় আসা যাক। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাট টাইটান্স। তবে ঠিক পরেরদিন অর্থাৎ ১ এপ্রিল খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচের আয়োজন করা হবে। ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়ে দিল্লি এবার ২২ গজের লড়াইয়ে নামতে চলছে। সাফল্য আসে কি না, সেটাই আপাতত দেখার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি