ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মুমিনুলের পর জহরুলের সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ২০:৫৩:৩৮
মুমিনুলের পর জহরুলের সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর

তৃতীয় দিনে মুমিনুল ১০৩ এবং জহুরুল ৫০ রানে খেলা শুরু করেছিলেন। দলের রানের খাতায় ব্যক্তিগত ৩১ রান যোগ করতেই থামতে হয় মুমিনুলকে। নাসির হোসেনের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ১৩৪ রান করে। ১৭ চার ও দুটি ছক্কা ছিল এই ইনিংসে।

তারপর ইনিংস লম্বা করার কাজে নেমে পড়েন জহুরুল। যদিও তাকে সঙ্গ দিতে পারেননি ইয়াসির আলী। ১০ রানে ফিরে যান তিনি। তারপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে আবারও লড়াই চালিয়ে যান জহুরুল।

এই জুটি গড়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৮তম সেঞ্চুরি তুলে নেন জহুরুল। ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক থামেন ১৯৩ বলে ১০৩ রান করে। ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার।

শেষদিকে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ৬৮ রান করেন দিপু। শেষ পর্যন্ত ৪০৩ রানে থামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের ইনিংস। বোলিংয়ে বিসিবি নর্থের হয়ে তিনটি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। এ ছাড়া ২টি করে উইকেট নেন সানজামুল ইসলাম এবং আমিনুল ইসলাম বিপ্লব।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলে নর্থ জোন। দুই ওপেনার তৌফিক খান ৩৯ ও তানজিম তামিম ৩৩ রান করে ফিরে যান। দলীয় ১০৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় দলটি।

২৩ বলে ১৫ রান করে এনামুল হকের বলে ফিরে যান মাহমুদুল হাসান জয়। পড়ন্ত বিকেলে দলকে আর বিপদে পড়তে দেননি আমিনুল ইসলাম ও নাঈম ইসলাম। আমিনুল ২৫ ও নাঈম ২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ