ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রোহিতকে বাঁচালেন, কোহলিকে আউট দিলেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০১ ১৭:৫৭:৩৮
রোহিতকে বাঁচালেন, কোহলিকে আউট দিলেন

ঘটনার সূত্রপাত রোহিত শর্মার ক্ষেত্রে দুইবার আউট না দেওয়া এবং বিরাট কোহলির ক্ষেত্রে আউট দেওয়ার সিদ্ধান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন তাঁরা। ম্যাচের প্রথম ওভারে রোহিত শর্মাকে দুবার আউট হওয়া থেকে বাঁচিয়েছেন নীতিন। শেষ অবধি স্টাম্প আউট হন ভারত অধিনায়ক।

অন্যদিকে বিরাট কোহলির যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন, তাঁর ক্ষেত্রে প্রথমবারেই সঠিক সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন। ভারতের প্রাক্তন অধিনায়ক রিভিউ নিলে দেখা যায় বল লাইনেই পড়েছে। লেগ স্টাম্পে গিয়ে লাগছে। সেক্ষেত্রে মাঠের থাকা আম্পায়ারের সিদ্ধান্ত যদি নট আউট হতো তাহলে পরিস্থিতি অন্যদিকে গড়াত পারত। ২২ রানে ফিরে যান বিরাট। আর এইখানেই সমর্থকদের রোষে পড়েছেন তৃতীয় টেস্টের পরিচালনার দায়িত্ব থাকা আম্পায়াররা।

টেস্টের প্রথম বলেই মেনন ভুল করেন। রোহিত মিচেল স্টার্ককের বলে উইকেটরক্ষক পিটার হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ তুলে দেন। দুই বল পরে, মেনন রোহিতের বিরুদ্ধে একটি এলবিডব্লিউর ক্ষেত্রে ভুল করেন। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় আউট ছিলেন রোহিত। আশ্চর্যজনকভাবে অস্ট্রেলিয়া ডিআরএস নেয়নি। সবমিলিয়ে, মেনন পাঁচটি ভুল করেন প্রথম ইনিংসে।

নীতিনকে নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়। দ্বিতীয় টেস্টে কোহলি যখন ৪৪ রানে ব্যাট করছিলেন তাকে এলবিডব্লু দেন নীতিন। কোহেলি রিভিউ নিলেও তৃতীয় আম্পায়ারের ক্ষেত্রে সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বোঝা যায় বল প্রথমে ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছে। কোহেলির প্রতি আম্পায়ারদের ক্ষোভ রয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা এবং মজার পোস্ট হতে শুরু হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ