ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৩ ১০:৪১:১১
অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের বিবরণ:

ট্রেভিস হেডকে নিয়ে ওপেন করতে নামেন উসমান খোয়াজা। বোলিং শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই স্পিন ও বাউন্সে বিট হন খোয়াজা। দ্বিতীয় বলে তিনি কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন। ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন খোয়াজা।

৬.৫ ওভারে অশ্বিনের বলে লেগ স্লিপে ক্যাচের আবেদন জানান কোহলি। বল ধরেই তিনি রোহিতকে রিভিউ নেওয়ার অনুরোধ জানান। তবে টেলিভিশন রিপ্লে-তে স্পষ্ট হয়ে যায় যে, বল ল্যাবুশানের ব্যাটে লাগেনি। রিভিউ খোয়ায় ভারত। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০ রান। জিততে ৬৬ রান দরকার অজিদের। ল্যাবুশান ৬ ও হেড ৩ রানে ব্যাট করছেন।

ভারতের দ্বিতীয় ইনিংসের বিবরণ:

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ১৬৩ রানে অল-আউট হয়ে যায়। চেতেশ্বর পূজারা দলের হয়ে সব থেকে বেশি ৫৯ রান করেন। এছাড়া শ্রেয়স আইয়ার করেন ২৬ রান। নাথান লিয়ন দ্বিতীয় ইনিংসে একাই ৮টি উইকেট দখল করেন।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস বিবরণ:

ভারতের ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস শেষ করে ১৯৭ রানে। সুতরাং, ৮৮ রানে লিড নেয় অস্ট্রেলিয়া। জাদেজা ৭৮ রানে ৪টি, অশ্বিন ৪৪ রানে ৩টি ও উমেশ যাদব ১২ রানে ৩টি উইকেট দখল করেন।

ভারতের প্রথম ইনংস ইনিংস বিবরণ:

ইন্দোরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১০৯ রানে। তাদের ইনিংস স্থায়ী হয় ৩৩.২ ওভার। বিরাট কোহলি ২২, শুভমন গিল ২১, কেএস ভরত ১৭, উমেশ যাদব ১৭, রোহিত শর্মা ১২ ও অক্ষর প্যাটেল অপরাজিত ১২ রান করেন। ম্যাথিউ কুনম্যান ৫টি, নাথান লিয়ন ৩টি ও টড মার্ফি ১টি উইকেট নেন।

ভারতের একাদশ:-

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ:-

উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ